Advertisement
Us Bangla Airlines
রাতেই মিলবে হামজাদের ম্যাচের টিকিট, কখন কোথায় পাবেন?

রাতেই মিলবে হামজাদের ম্যাচের টিকিট, কখন কোথায় পাবেন?

খেলা ডেস্ক

২৬ মে ২০২৫, ১৭:০৫

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী দেশের ক্রীড়াঙ্গনে আলাদা মাত্রা সৃষ্টি করেছে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে হামজার অভিষেকের পর এই ফুটবলারকে নিয়ে দর্শকদের বাড়তি উন্মাদনা। এবার ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী। আগামী ১০ জুন অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের কাড়াকাড়ি।

গত শনিবার রাত ৮ টার পর বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছিল। ঘন্টা তিনেকের মধ্যে সাইবার আক্রমণের শিকার হয়ে বাফুফে টিকিট বিক্রির কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করে। তবে সেই ম্যাচের টিকিট আজ পুনরায় ছাড়া হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আজ (২৬ মে) সকালে পল্টন ময়দানে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কুল-মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেছেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘বাফুফে সব সময় ইনোভেটিভ কাজ করে থাকে। প্রথমবার ভুল-ত্রুটি হতে পারে। এটা স্বীকার করে নিয়েছি। দুই একটি আইপি অ্যাড্রেস থেকে সাইবার আক্রমণ হয়েছে। এজন্য সাইবার ডাউন ছিল। টিকিট সংগ্রহ পর্যায় থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত আমরা নজরদারি রাখব।’

টিকিট বিক্রি নিয়ে তিনি বলেন, ‘আগামী ১০ জুন বাংলাদেশের ম্যাচ। এখনো হাতে অনেক সময় আছে। আমরা একটু সময় নিয়ে পুনরায় শুরু করছি। আশাবাদী আজ আবার রাত দশটা থেকে সাইট ও প্ল্যাটফর্ম অন হবে সীমিত পরিসর হলেও।’

হামজাদের ম্যাচের টিকিট বিক্রির সময় পরিবর্তন

জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন সংখ্যা ১৮ হাজার ৩০০। ক্লাব হাউজ ও ভিআইপি মিলিয়ে আরো হাজার চারেক। মাত্র ২২ হাজার আসন ক্ষমতা স্টেডিয়ামে চাহিদা অসীম। 

এ নিয়ে বাফুফে সভাপতির বক্তব্য, ‘স্টেডিয়াম গ্যালারী ১৮ হাজার এর বাইরে হাজার দুয়েক। দুভার্গ্যজনক হলেও বাস্তবতা অনেক সমর্থকই সীমিত আসনের জন্য স্টেডিয়াম বাইরে থাকতে হবে। তাদের জন্য আমরা বাইরে ব্যবস্থা করব। বাফুফের পক্ষ থেকে আটটি বিভাগীয় শহরে ফ্যান জোন করা হচ্ছে। অনেকে ব্যক্তি উদ্যোগেও করছে।’

হামজাদের ম্যাচের টিকিট যেভাবে পাবেন

টিকিট বিক্রির জনপ্রিয় প্রতিষ্ঠান টিকফাই-এর মাধ্যমে অনলাইনে টিকিট বেচবে বাফুফে। আগামী ২৬ মে (সোমবার) রাত ১০টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবেন। সীমিত পরিসরে হলেও আজ রাতে এ ম্যাচের কিছু টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছে বাফুফে সভাপতি।

টিকিট কাটতে টিকফাই ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে নাম, মোবাইল, ইমেইল দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর গ্যালারি, সিট সিলেক্ট করার অপশন পাবেন দর্শকেরা। সকল কিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিটের কপি পেয়ে যাবেন।

এমআই