Advertisement
Us Bangla Airlines
হামজাদের ম্যাচের টিকিট বিক্রির সময় পরিবর্তন

হামজাদের ম্যাচের টিকিট বিক্রির সময় পরিবর্তন

খেলা ডেস্ক

২৪ মে ২০২৫, ১২:১২

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী খেলা আগামী ১০ জুন। ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করবে হামজারা। ইতোমধ্যে সেই ম্যাচকে ঘিরে নিজেদের গোছানো শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দর্শকদের তুমুল আগ্রহে থাকা এই ম্যাচকে ঘিরে অনলাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল তাবিথ আউয়ালের বোর্ড।

পূর্বঘোষিত সময় অনুযায়ী, আজ দুপুর ১২টা থেকে টিকিফাই ওয়েবসাইট থেকে এ ম্যাচের টিকিট বিক্রির কথা ছিল। তবে বারোটা বাজার আধা ঘণ্টা আগে এই সময়ে পরিবর্তন আনলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাতে দুপুর ১২টার পরিবর্তে রাত ৮টা থেকে অনলাইনে এ ম্যাচের টিকিট পাওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তিনি বলেন, ‘বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ দুপুর ১২টার পরিবর্তে রাত ৮টায় অনলাইনে পাওয়া যাবে।’

দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এবং টিকিটের কালোবাজারি রুখতে এবার অনলাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টিকিটের মূল্য ও টিকিট সংগ্রহের প্রক্রিয়াও জানিয়েছে ফেডারেশন।

জানা যায়, টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারির জন্য ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। 

আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে।

৪০০ টাকায় হামজাদের ম্যাচ, অনলাইনে টিকিট কাটবেন যেভাবে

৪০০ টাকার সাধারণ গ্যালারিতে আসন সংখ্যা সবচেয়ে বেশি। এই গ্যালারিতে মোট ১৮ হাজার ৩০০ দর্শক আসন গ্রহণ করতে পারবেন। তবে অনলাইনে ঠিক কতটা টিকিট ছাড়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে ফেডারেশনের কর্মকর্তা ইকবাল হোসেন।

অনলাইনে কবে, কীভাবে টিকিট কাটবেন

টিকিট বিক্রির জনপ্রিয় প্রতিষ্ঠান টিকফাই-এর মাধ্যমে অনলাইনে টিকিট বেচবে বাফুফে। আগামী ২৪ মে (শনিবার) রাত ৮টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবেন। আগামীকাল থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিঙ্ক প্রচার করবে বলে জানা গেছে।

টিকিট কাটতে ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে গিয়ে নাম, মোবাইল, ইমেইল দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নির্দিষ্ট গ্যালারি, সিট সিলেক্ট করার অপশন পাবেন দর্শকেরা। সকল কিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিটের কপি যাবে।

হামজাদের ম্যাচের টিকিটের দাম

গ্যালারি  মূল্য
সাধারণ গ্যালারি  ৪০০ টাকা
ক্লাব হাউজ-২ ২০০০ টাকা
ক্লাব হাউজ-১  ২৫০০ টাকা
ভিআইপি-২ বক্স ২৫০০ টাকা
ভিআইপি-৩ বক্স ২৫০০ টাকা
স্কাই ভিউ ৩০০০ টাকা
ভিআইপি-১ বক্স ৪০০০ টাকা
করপোরেট বক্স ৫০০০ টাকা
হসপিটালিটি বক্স ৫০০০ টাকা

এমআই