Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশে ফিরলেন হামজা, খেলবেন যেদিন

বাংলাদেশে ফিরলেন হামজা, খেলবেন যেদিন

খেলা ডেস্ক

০২ জুন ২০২৫, ১২:৩৩

চলতি মাসেই দুটো দলের সঙ্গে খেলবে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে ভুটানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতিমূলক সেই ম্যাচে নামার আগেই বাংলাদেশে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

আজ সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। এ সময় হামজার সঙ্গে তার বাবা-মা’ও উপস্থিত ছিলেন। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা দিবেন হামজা। হামজার সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকরা বিমানবন্দরের সামনে অপেক্ষা করছেন। আজ হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা। জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন কালকের মতো ক্লোজড ডোর রেখেছে।

এদিকে প্রস্তুতি ম্যাচের আগে হামজা দেশে পৌঁছালেও ভুটানের বিপক্ষে তার খেলার সম্ভবনা খুবই কম। তাতে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে মাঠে দেখা যাবে। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর ম্যাচ দিয়েই প্রথমবারের মতো দেশের মাটিতে খেলতে নামবেন হামজা চৌধুরী

হামজা-সামিত-ফাহমিদুলকে নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা

গত ২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ খেলতে হামজা বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি সপরিবারে এসে সরাসরি সিলেটে গিয়েছিলেন। সিলেট বিমানবন্দরে সমর্থকদের ছিল উপচেপড়া ভিড়। আজ ঢাকা বিমানবন্দরেও হামজাকে দেখতে সমর্থক আসলেও সেই সংখ্যাটা সিলেটের চেয়ে কমই।

হামজা ছাড়াও এ ম্যাচে অভিষেক হতে পারে আরেক বিদেশি ফুটবলারের। প্রথমবারের মতো লাল-সবুজের হয়ে মাঠে নামবেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোম। আগামী ৪ জুন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। এছাড়া ইতালিয়ান ফাহমিদুলকে ভুটানের ম্যাচে দেখা যেতে পারে।

এমআই