হামজা-সামিত-ফাহমিদুলকে নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা
খেলা ডেস্ক
২৮ মে ২০২৫, ১৭:০৭
সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাই ও ৪ জুন প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। দুই ম্যাচকে সামনে রেখে ২৬ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে হামজা চৌধুরীর সঙ্গে দুই প্রবাসী তারকা সামিত সোম ও ফাহমিদুল ইসলাম।
বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে সকালে ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। আগামী ৪ জুন বাংলাদেশে আসবেন কানাডার প্রবাসী ফুটবলার সামিত সোম। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জুন। তিন প্রবাসী ফুটবলার ছাড়াও প্রাথমিক স্কোয়াডে আছেন ২৩ দেশি ফুটবলার।

এর মধ্যে ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়। লম্বা সময় পর জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন ফরোয়ার্ড সুমন রেজা।
ঘোষিত প্রাথমিক স্কোয়াডে গোলরক্ষক হিসেবে থাকছেন-মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ। রক্ষণভাগ সামলাবেন- শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন।
মিডফিল্ডে হামজা-সামিতের সঙ্গে থাকছেন মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া। আক্রমণভাগে রয়েছেন ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন সুমন রেজা।

আগামী ৩০ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। হ্যাভিয়ের ক্যাবরেরার এ ক্যাম্পের পর ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।
বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড
| ক্রমিক | নাম | পজিশন |
|---|---|---|
| ১ | মিতুল মারমা | গোলরক্ষক (GK) |
| ২ | মোঃ সুজন হোসেন | গোলরক্ষক (GK) |
| ৩ | মেহেদী হাসান শ্রাবণ | গোলরক্ষক (GK) |
| ৪ | মোঃ শাকিল আহাদ তপু | ডিফেন্ডার (DF) |
| ৫ | মোঃ জাহিদ হাসান শান্ত | ডিফেন্ডার (DF) |
| ৬ | রহমত মিয়া | ডিফেন্ডার (DF) |
| ৭ | ঈসা ফয়সাল | ডিফেন্ডার (DF) |
| ৮ | তাজউদ্দিন | ডিফেন্ডার (DF) |
| ৯ | তারিক কাজী | ডিফেন্ডার (DF) |
| ১০ | তপু বর্মণ | ডিফেন্ডার (DF) |
| ১১ | সাদ উদ্দিন | ডিফেন্ডার (DF) |
| ১২ | মোহাম্মদ হৃদয় | মিডফিল্ডার (MF) |
| ১৩ | সৈয়দ শাহ কাউসার কিরমানী | মিডফিল্ডার (MF) |
| ১৪ | সোহেল রানা | মিডফিল্ডার (MF) |
| ১৫ | মুজিবুর রহমান জনি | মিডফিল্ডার (MF) |
| ১৬ | শেখ মোরসালিন | মিডফিল্ডার (MF) |
| ১৭ | জামাল ভূঁইয়া | মিডফিল্ডার (MF) |
| ১৮ | হামজা চৌধুরী | মিডফিল্ডার (MF) |
| ১৯ | সামিত সোম | মিডফিল্ডার (MF) |
| ২০ | ফাহমিদুল ইসলাম | ফরোয়ার্ড (FW) |
| ২১ | ফয়সাল আহমেদ ফাহিম | ফরোয়ার্ড (FW) |
| ২২ | রাকিব হোসেন | ফরোয়ার্ড (FW) |
| ২৩ | ইমন শাহরিয়ার | ফরোয়ার্ড (FW) |
| ২৪ | মোহাম্মদ ইব্রাহিম | ফরোয়ার্ড (FW) |
| ২৫ | আল আমিন | ফরোয়ার্ড (FW) |
| ২৬ | সুমন রেজা | ফরোয়ার্ড (FW) |
এমআই