Advertisement
Us Bangla Airlines
চড়-কাণ্ড এবং হাথুরুকে সরানোর বিষয়ে মুখ খুললেন তামিম

চড়-কাণ্ড এবং হাথুরুকে সরানোর বিষয়ে মুখ খুললেন তামিম

খেলা ডেস্ক

০৬ জুন ২০২৫, ১৬:১২

ভারতে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপে খুবই বাজে পারফর্ম করেছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে হেরেছিল সাকিব আল হাসানের দল। গোছানো ওয়ানডে দলের এমন ভরাডুবির কারণ খুঁজতে টুর্নামেন্ট শেষে তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। 

কমিটিতে কাজ করেছিলেন তামিমের চাচা আকরাম খান এবং সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তদন্ত কমিটির কাছে একে একে কারণ বর্ণনা করেছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিবও নিজের বক্তব্য তুলে ধরেছেন।

হাথুরুকে সরাতে কলকাঠি নাড়েন তামিম, দাবি সাকিবের!

সাকিব তার বক্তব্যে জানান, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে হাথুরুসিংহে নাসুমকে থাপ্পড় মারার অভিযোগ নিয়ে সৃষ্ট বিতর্ককে তামিম এবং জালাল ইউনুস কাজে লাগিয়েছেন। তার দাবি অনুসারে, প্রধান কোচের বিরুদ্ধে ইস্যু তৈরির জন্য ঘটনাটি ইচ্ছাকৃতভাবে মিডিয়াতে ফাঁস করেছিলেন এ দুই জন।

গতকালে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসলে আজ (শুক্রবার) বিষয়টি নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তামিম ইকবাল। 

তামিম শুরুতে লিখেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

বিসিবিতে কবে আসছেন তামিম, জানালেন আকরাম

‘আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না’- যোগ করেন তিনি।

নিজের পক্ষে যুক্তি দেখিয়ে তামিম বলেন, ‘একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন।’

উইজডেনে বর্ষসেরা হয়েছিলেন যে ২ বাংলাদেশি

আত্মপক্ষ সমর্থন করে তামিম বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’

স্ট্যাটাসের শেষে তামিম যোগ করেন, ‘কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’

এমআই