Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে অসন্তুষ্ট আকরাম খান

বাংলাদেশের অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে অসন্তুষ্ট আকরাম খান

খেলা ডেস্ক

০৫ জুলাই ২০২৫, ১৩:২৬

২০২৩ বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সাকিব সরে যাওয়ায় তিন ফরম্যাটের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো না করায় চলতি বছরের শুরুতে কুড়ি ওভারের নেতৃত্ব ছাড়েন তিনি। বাকি দুই ফরম্যাট- টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব পালন করেন শান্ত।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে দলকে নিয়ে নতুন পরিকল্পনাও করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের আগে শান্তকে আচমকা ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিশেষ কারণ ছাড়া তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় শান্ত নিজেও হয়তো অপমানিত হয়েছেন।

ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এই বাঁহাতি ব্যাটার। অর্থাৎ বাংলাদেশের কোনো ফরম্যাটের নেতৃত্বে আর থাকছেন না তিনি। ওয়ানডে থেকে শান্তকে এভাবে সরিয়ে দেওয়ায় চটেছিল বিশ্লেষকেরা। এবার একই ইস্যুতে কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান।

তিনি বলেন, ‘বাংলাদেশের ৯০ শতাংশ লোক কিন্তু পারফরম্যান্সের উপর টিমের নেতৃত্বকে মূল্যায়ন করছে। কিন্তু ওটা কখনো হওয়া উচিত না। বাংলাদেশে দেখবেন, টিম খারাপ করলে অধিনায়ককে বাদ দিয়ে দিচ্ছে। টিম ভালো করলে, খারাপ অধিনায়কত্ব করলেও আমরা অধিনায়কের মেয়াদ বাড়িয়ে দিই। এ জিনিসটা হওয়া উচিত না। 

তিনি আরও বলেন, ‘অধিনায়ককে তো সুযোগ দিতে হবে। এত তাড়াতাড়ি অধিনায়ক বানানোও উচিত না, তাড়াতাড়ি অধিনায়কত্ব কেড়ে নেয়াও উচিত না। শান্তর ক্যারিয়ার তো শুরুর দিকে, ওর এখনো অনেক বছর আছে ক্রিকেটকে দেওয়ার। শুরুর ধাপে নেতৃত্ব পেল আবার তাকে সরিয়ে দিলো, এটা কিন্তু ব্যক্তিগতভাবে ভালো না।’

অধিনায়ক পরিবর্তন নিয়ে ক্রিকেট বোর্ডের ছলাকলা কতটা খেলায় প্রভাব রাখে, তা ২০২৩ বিশ্বকাপে দেখা গেছে। শান্ত-মিরাজের অধিনায়কত্ব ইস্যুতে ড্রেসিংরুমে যে বাজে প্রভাব পড়বে, তা স্পষ্টই জানালেন আকরাম খান। পাশাপাশি এসব কাজে দায়িত্ব পালন করা বিসিবি কর্তাদের ঘাটতিও দেখছেন তিনি।
 
আকরাম বলেন, ‘বিতর্ক কিন্তু আমাদেরকে ছাড়ে না, মানে বাংলাদেশ ক্রিকেটকে। সবচেয়ে বড় সমস্যা এটা। শেষ বিশ্বকাপে দেখেন, সেটার জন্য পুরো দল ভুগেছে। এরপর থেকে তো হয়ে যাচ্ছে এবং এগুলো থামছে না। কেউ ত্যাগ স্বীকার করে না, কেউ কাউকে সম্মান করে না।’ 

‘আগে বাংলাদেশ দলে এসব ঝামেলা অনেক কম ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, খেলার চেয়ে খেলার বাইরের ইস্যুগুলো নিয়ে আমরা বেশি আলাপ আলোচনা করছি। যারা যে দায়িত্বে আছে, তারা কিন্তু আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারতো, আরও ভালোভাবে সিদ্ধান্তগুলো নিতে পারতো’- যোগ করেন তিনি।

এমআই