Advertisement
Us Bangla Airlines
জাকের-শামীমকে পুরস্কার দেওয়ার দাবি জানালেন বিশপ

জাকের-শামীমকে পুরস্কার দেওয়ার দাবি জানালেন বিশপ

খেলা ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভার। সেন্ট ভিনসেন্টে গুদাকেশ মোতির করা ওভারের প্রথম বল টেনে মিড উইকেট বাউন্ডারির দিকে পাঠান জাকের আলী। সীমানার দিকে যাওয়া বলটি ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন ওবেদ ম্যাকয়। তবে ক্যাচ ধরার পরিবর্তে উল্টো হাতে আঘাত পান নিজ শহরে খেলা এ বোলার।

এদিকে মিড উইকেটে বল পাঠিয়ে দৌড়ে রান নিচ্ছিলেন জাকের ও শামীম। তবে আঘাত পাওয়া পাওয়া ম্যাকয়ের অবস্থা তখন এতটাই গুরুতর যে, তিনি বল তুলে ফেরত পাঠাতে পারছেন না। বিষয়টি চোখ এড়ায়নি টাইগার ব্যাটার জাকের আলীর। তাতে প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি সহমর্মিতা দেখিয়ে তৃতীয় রান নেওয়া থেকে বিরত থাকেন জাকের-শামীম

ম্যাচের এমন পরিস্থিতিতে ধারাভাষ্য দিচ্ছিলেন সাবেক ক্যারিবিয়ান খেলোয়াড় ইয়ান বিশপ। মাইক্রোফোন হাতে জাকের-শামীমের এই ঘটনাকে তাৎক্ষণিকভাবে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে আখ্যা দেন ক্রিকেট বিশ্বের এই পরিচিত ধারাভাষ্যকার। পরে ম্যাচ শেষ হলে এক্সে এটিকে ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ডের জন্যও সুপারিশ করেন তিনি।

এক্সে বিশপ লিখেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’

ক্রিকেটের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ২০১১ থেকে ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিয়ে আসছে আইসিসি। তবে বাংলাদেশের কেউ এখন পর্যন্ত এ পুরস্কার অর্জন করতে পারেননি।

এমআই