Advertisement
Us Bangla Airlines
ফাইনালে ওঠে মোটা অঙ্কের বোনাস পেলেন সৌম্য-সোহানরা

ফাইনালে ওঠে মোটা অঙ্কের বোনাস পেলেন সৌম্য-সোহানরা

খেলা ডেস্ক

১৭ জুলাই ২০২৫, ২০:০০

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলটি। গতকাল সাকিবের দল দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে ফাইনালের জায়গা নিশ্চিত করে নুরুল হাসান সোহানের দল।

খালেদের অবিশ্বাস্য বোলিংয়ে এর আগে সিপিএলের চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারায় রংপুর রাইডার্স। এরপর বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোর্বাট হ্যারিকেন্সের মুখ থেকে জয় কেড়ে নেয় রংপুরের খালেদ। ৪ উইকেট তোলার ম্যাচে হোর্বাটকে ১ রানে হারায় বাংলাদেশের প্রতিনিধিরা।

গতকাল দুবাই ক্যাপিটালসকে হারিয়ে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে অপরাজিত থাকলো রংপুর। তাতে দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত হওয়ায় দলের ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছে রংপুর কর্তৃপক্ষ।

জানা গেছে, টানা তিন জয়ে ফাইনালে ওঠা নুরুল হাসান সোহানদের জন্য দশ হাজার মার্কিন ডলার পারফরম্যান্স বোনাসের ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ১৪০ হাজার টাকা। এসব অর্থ ক্রিকেটার ও কোচিং স্টাফদের দেওয়া হবে।

এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্টেজের বিপক্ষে মাঠে নামবে রংপুর। নিয়ম রক্ষার এই ম্যাচে অবশ্য বৃষ্টির বাধা রয়েছে। আগামী ১৯ জুলাই ফাইনালে নামবে রংপুর রাইডার্স, তাদের প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এমআই