Advertisement
Us Bangla Airlines
‘আমি সোহানের নেতৃত্বের ভক্ত’— বললেন বিসিবি পরিচালক

‘আমি সোহানের নেতৃত্বের ভক্ত’— বললেন বিসিবি পরিচালক

খেলা ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ১৮:৪৪

জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাকা করতে পারেননি নুরুল হাসান সোহান। বাজে ফর্মে একাদশ থেকে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। তবে বিপিএল, ডিপিএলে পারফর্ম করেও দলে ফেরার মঞ্চ খুঁজে পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। দলের কম্বিনেশনের কারণেই শ্রীলঙ্কার সিরিজে জায়গা পাননি তিনি।

একাদশে জায়গা না পেলেও সোহানকে চোখে চোখে রাখছে বিসিবি। বর্তমানে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন এই ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ফাইনালের পথেই রয়েছে সোহানের দল। সুপার লিগে সোহানের নেতৃত্বে মুগ্ধ হয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন।

আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, ‘অবশ্যই সোহান খুবই ভালো ক্যাপ্টেন, খুবই ভালো প্লেয়ার, ভালো লিডার, ভালো মোটিভেটর। আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি এবং আমি তার একজন ভক্ত। দারুণ একজন ক্রিকেটার এবং তার দিকে আমাদের নির্বাচকদের খুব ভালো চোখ আছে।’

সোহানের জিএসএলে খেলা নিয়ে ফাহিম জানান, ‘আমি আনন্দিত যে সে এই টুর্নামেন্টটা খেলছে এবং ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে সবাই। এটা কিন্তু শুধু ওইখানে না, আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও কাজে আসবে এদের এই অভিজ্ঞতাটা। আমরা এই টুর্নামেন্টের সবার পারফরম্যান্স দেখেছি।’

গ্লোবাল সুপার লিগে ব্যাট হাতে অবশ্য বলার মতো কিছু করতে পারেননি সোহান। দুই ম্যাচে ১০ গড়ে ২১ রান করেছেন তিনি। গ্লাভস হাতে অবশ্য ৫টি ডিসমিসালের মালিক সোহান। যা টুর্নামেন্টের চলতি আসরে সর্বোচ্চ। তবে এসব ছাপিয়ে সোহান তার নেতৃত্বে সবচেয়ে বেশি আলো কেড়েছেন।

এমআই