Advertisement
Us Bangla Airlines
পাঁচ ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপ, সূচি চূড়ান্ত

পাঁচ ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপ, সূচি চূড়ান্ত

খেলা ডেস্ক

০২ জুন ২০২৫, ২১:২৭

নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি। দীর্ঘ এক ম্যাসব্যাপী এ টুর্নামেন্ট আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে। যা শেষ হবে আগামী ২ নভেম্বর। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে হাইব্রিড মডেলে দুই দেশের পাঁচ ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপের এই আসর।

ভারতের বেঙ্গালুরুর চিন্ময়স্বামী স্টেডিয়াম, গোয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপাটনামের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

নারীদের ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ সংস্করণে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে বাংলাদেশসহ মোট ৮টি দল। নিগার সুলতানারা ছাড়া স্বাগতিক দেশ হিসেবে অংশ নিচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। এ ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তানও এ প্রতিযোগিতায় অংশ নিবে।

আগামী ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ভারত নারী দল। ২৯ ও ৩০ অক্টোবর সেমিফাইনাল ম্যাচ দুটি হবে গোয়াহাটি ও কলম্বোয়। পাকিস্তানের অবস্থানের ওপর নির্ভর করবে ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান উত্তীর্ণ হলে ফাইনাল হবে কলম্বোয়, না উঠলে বেঙ্গালুরুতে।

এমআই