
৩৫৭৩ দিনের পুরনো রেকর্ড ভাঙলেন বাংলাদেশি ওপেনার
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ২০:১১
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের হারের জেদে যেন পুড়ছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে যুব টাইগারদের ভিন্ন এক প্রতিচ্ছবি দেখা গিয়েছে। বল হাতে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ একাই গুঁড়িয়ে দিয়েছেন পেসার আল ফাহাদ। ডানহাতি এই পেসার ৪৪ রান খরচায় তুলেছেন ৬ উইকেট।
ব্যাট হাতে যেন আরও আগ্রাসী ছিলো বাংলাদেশ যুব দল। লঙ্কান অ-১৯ দলের দেওয়া ২১২ রানের লক্ষ্য মাত্র ৩৫ ওভারেই পার করেছে তারা। বল হাতে বাংলাদেশি ব্যাটারদের পরীক্ষাটাই নিতে পারেনি শ্রীলঙ্কা। উল্টো ওপেনার জাওয়াদ আবরারের কাছে তুলোধুনো হয়েছে লঙ্কান বোলিং লাইন আপ।
বাঘ-সিংহের লড়াইয়ের ম্যাচে ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। লঙ্কানদের বিপক্ষে ১০৬ বলে অপরাজিত ১৩০ রান করেছেন তিনি। যেখানে ১৪ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৬টি ছক্কা। মোট বিশটি বাউন্ডারি হাঁকিয়েই ৩৫৭৩ দিনের পুরনো রেকর্ড ভাঙলেন জাওয়াদ।
বাংলাদেশের যুব দলের হয়ে চার-ছক্কা থেকে সবচেয়ে বেশি রান করার মালিক এখন তিনি। এর আগে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান করেছিলেন পিনাক ঘোষ। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাউন্ডারিতে (২১ চার ও ১ ছক্কা) ৯০ রান করেছিলেন মেহেদি মিরাজের সতীর্থ।
পিনাক ঘোষ সেবার রেকর্ড গড়তে তামিম ইকবালকে টপকেছেন। ১৩ চার ও ৬ ছক্কায় ৮৮ রান করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২০০৫ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি।
এদিকে জাওয়াদ আবরারের আগ্রাসী শতকে ৯ উইকেটে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। আবরারের ১৩০ রানের পাশাপাশি আজিজুল তামিম ৮৯ বলে ৬৯ রান করে অপরাজিত ছিলেন। অধিনায়ক তামিম রয়েসয়ে খেললেও আবরার তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। ৭৩ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি।
এমআই