
এবার ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হৃদয়!
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ২২:১০
ডিপিএলে তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে সরব দেশের ক্রীড়াঙ্গন। আবাহনীর বিপক্ষে ম্যাচে তার অসদাচরণের কারণে শাস্তি হয়েছিল। নানান নাটকীয়তায় সেই শাস্তি আগামী বছর গড়িয়েছে। গতকাল তামিম ইকবালসহ বাকি ক্রিকেটারদের চাপে বিসিবি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
নাটকীয়ভাবে সেই শাস্তি পেছালেও এবার নতুন শাস্তির কবলে পড়েছেন মোহামেডান অধিনায়ক হৃদয়। ডিপিএলে আজ শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ফলে ১ ডিমেরিট পয়েন্টসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয় হৃদয়কে।
এর আগে আবাহনীর বিপক্ষে দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলার সাথে অশোভন আচরণ করেন তিনি। এরপর ম্যাচ শেষ কটু মন্তব্য করেন হৃদয়। ফলে মোট ৭টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে। আজকে আরেকটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় মোট ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজ লেগ স্পিনার ওয়াসি আহমেদের বলে আউট হন হৃদয়। ওয়াসি আহমেদের স্টাম্পের বাইরে পিচ করা বলে তাওহীদ হৃদয় ড্রাইভ করতে চাইলে বল ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভসে লেগে অন্য ফিল্ডারের হাতে চলে যায়। ফিল্ডিংয়ে থাকা গাজী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপরেই হৃদয় পিচ নিয়ে আম্পায়ারকে অসন্তোষ প্রকাশ করেন।
আর এমন ঘটনার প্রেক্ষিতেই ম্যাচের পর তাকে আর্থিক জরিমানা এবং ১টি ডিমেরিট পয়েন্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আর এই সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত হলো, আবাহনীর বিপক্ষে এবারের আসরে ডিপিএলের অলিখিত ফাইনালে খেলা হচ্ছে না মোহামেডান অধিনায়কের।
হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন হৃদয়। সবমিলিয়ে এবারের আসরে আট ডিমেরিট পয়েন্ট তাওহীদ হৃদয়ের। যার অর্থ, ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে। এছাড়া ম্যাচ শেষে ডিমেরিট পয়েন্ট নিয়ে শুনানিতে অংশ না নেয়ায় এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে।
এমআই