Advertisement
Us Bangla Airlines
হৃদয়কে খেলাতেই ডিপিএলের মাঝপথে নিয়মের পরিবর্তন!

হৃদয়কে খেলাতেই ডিপিএলের মাঝপথে নিয়মের পরিবর্তন!

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ১৬:৩৬

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী এবং শাইনপুকুরের হয়ে খেলেছিলেন তাওহীদ হৃদয়। আওয়ামী সরকারের আমলে এই দুই ক্লাব প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল। এমনকি ডিপিএলে আবাহনীর প্রকাশ্যে ক্ষমতা খাটানোও এখন অজানা নয়। আবাহনী এবং শাইনপুকুরের মালিকানায় ছিলো বিসিবি কর্তারা।

সরকার পরিবর্তনের সাথে আবাহনীর মালিকানায় এসেছে পরিবর্তন। বিসিবির সেই কর্তারাও পদত্যাগ করেছেন। ডিপিএলে বর্তমানে এই ক্লাবের প্রভাব নেই বললেই চলে। তবে আবাহনীর ক্ষমতা অস্তমিত হওয়ার সময়ে মাথাচাড়া দিয়ে ওঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি ডিপিএলে সেই মোহামেডান দলেই খেলছেন তাওহীদ হৃদয়।

ডিপিএলে নিষিদ্ধ হলেন হৃদয়, জরিমানার কবলে এবাদত

ক্লাবের ক্ষমতার প্রভাব যেন তাওহীদ হৃদয়কে পেয়ে বসেছে। চলতি ডিপিএলে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়েছেন মোহামেডান অধিনায়ক। এমনকি দম্ভভরা কণ্ঠে ম্যাচ শেষে হৃদয় বলেছেন, ‘তিনি (আম্পায়ার শরফুদ্দৌলা) আন্তর্জাতিক আম্পায়ার হলে, আমি আন্তর্জাতিক খেলোয়াড়।’

মাঠে হৃদয়ের বাজে আচরণ এবং ম্যাচ শেষে আম্পায়ারদের নিয়ে দৃষ্টিকটু মন্তব্য করায় পেয়েছিলেন শাস্তি। ডিপিএলে এই ক্রিকেটারকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। একইসাথে হৃদয়কে ৮০ হাজার টাকা জরিমানা করে সেই ম্যাচের রেফারি।

এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিলও করা হয়েছিল। পরে তার শাস্তির মেয়াদ একদিন কমানো হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে আসার পর গেল (রোববার) সুপার লিগে মাঠে নেমেছিলেন হৃদয়। তবে তার মাঠে নামার ক্ষেত্রে পরিবর্তন এসেছে একটি নিয়মে। যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। 

মোহামেডানের তৃতীয় অধিনায়ক হচ্ছেন কোন ক্রিকেটার

বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী, ৪-৭ ডিমেরিট পয়েন্টের জন্য ক্রিকেটারদের ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে। সে হিসেবে ৭টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন হৃদয়। যদিও পরে আবেদনের প্রেক্ষিতে ৪টি ডিমেরিট পয়েন্ট তুলে দেওয়া হয়। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমে যায় তার। 

এ ছাড়া কোড অব কনডাক্ট অনুযায়ী, ৮-১১ ডিমেরিট পয়েন্টের ক্ষেত্রে মিলবে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। এ ছাড়া ১২-১৫ ডিমেরিট পয়েন্ট পেলে ৬ ম্যাচ এবং ১৬ বা তার চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা হবে ৮ ম্যাচের।

তবে টুর্নামেন্ট চলাকালে এবার নিয়মে আনা হলো পরিবর্তন। বিসিবির নতুন কোড অব কন্ডাক্ট অনুযায়ী, ৪-৭ ডিমেরিট পয়েন্ট এর জন্য ক্রিকেটারদের ১ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর ৮-১১ ডিমেরিট পয়েন্টের ক্ষেত্রে মিলবে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা।

এ ছাড়া ১২-১৫ ডিমেরিট পয়েন্ট পেলে ৫ ম্যাচ এবং ১৬ বা তার চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা হবে ৭ ম্যাচের। যে কারণে হৃদয়ের শাস্তি ২ ম্যাচ থেকে কমে ১ ম্যাচে নেমে যায়। টুর্নামেন্ট চলাকালে নিয়ম পরিবর্তন হওয়ায় বেশ আলোচনায় হচ্ছে এ বিষয়ে।

ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানালেন নিয়ম পরিবর্তনের কথা। তিনি বলেন,  টুর্নামেন্টের শুরুতে হলে এটি নিয়ে এতো কথা হতো না, মাঝপথে পরিবর্তন হওয়ায় কথা হচ্ছে।

এমআই