Advertisement
Us Bangla Airlines
জিম্বাবুয়েকে হারাতে কত রান নিরাপদ মনে করছে বাংলাদেশ?

জিম্বাবুয়েকে হারাতে কত রান নিরাপদ মনে করছে বাংলাদেশ?

খেলা ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ১৯:১৮

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের প্রথম দিনেই সব উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে বাংলাদেশের রান টপকে ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। সেই লিড পেরুতে বাংলাদেশের আরও ২৫ রান বাকি। তবে এর আগেই দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

জিম্বাবুয়ের লিডের পরিমাণ আরও বাড়তে পারতো। তবে রানের চাকায় লাগাম টেনেছেল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রোডেশিয়ানদের শেষের ৫ উইকেট তুলে অল্পতেই আটকে দিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ১১তম এবং জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ফাইফারের দেখা পান এই অলরাউন্ডার।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মেহেদি মিরাজ। সেখানে ম্যাচ জেতার গল্প শুনিয়েছেন তিনি। মিরাজ বলেন, ‘প্রথমে আমাদের লিডটা পার করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি। তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি।’

মিরাজের মতে, এই উইকেটে এখনো ভালো ব্যাটিং করা সম্ভব। তিনি বলেন, ‘এখন যে উইকেট আছে, আমার মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি, ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব, ৩৫০ থেকে যদি ৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’

মিরাজের কথায় ৩০০ থেকে ৩৫০ রান জিম্বাবুয়েকে লক্ষ্য দিতে পারলে সিলেট টেস্টে জিততে পারে বাংলাদেশ, ‘আর টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ উইকেটে অনেক পরিবর্তন আসবে। কিন্তু এটা আমাদের ব্যাটারদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’

এমআই