
বিশ্বকাপে ভালো করতে যা চাইলেন মিরাজ
খেলা ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১৩:৫০
ক্রিকেটে বড় আসরের দেখা মিলছে নিয়মিত। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পর চলতি বছর অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। আবার আগামী বছর আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই বিশ্বকাপে সরাসরি অংশ নিবে বাংলাদেশ দল।
কুড়ি ওভারের বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লিটন দাসের দল।
বিশ্বকাপের আগে দেশের মাটিতে একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বমঞ্চে যাওয়ার আগে এই প্রস্তুতির জন্য নতুন সুরে পুরনো দাবি তুলেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল শুক্রবার বিএসপিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান শেষে এ দাবির কথা তুলে ধরেন তিনি।
মিরাজ বলেন, ‘টি-টোয়েন্টিতে মিরপুরের চেয়ে আমাদের অন্য যে মাঠ আছে সেগুলোয় খেলতে পারি। এটা আসলে অধিনায়ক-কোচ-টিম ম্যানেজমেন্ট কিভাবে চায়, সেটা তাদের ব্যাপার যে আমরা কী উইকেটে খেলতে চাই আন্তর্জাতিক ক্রিকেট। আমার কাছে মনে হয় ট্রু উইকেটে খেলাটা খুব গুরুত্বপূর্ণ।’
দাবির পেছনে যুক্তিও টেনেছেন টাইগার অলরাউন্ডার, ‘বিশ্বকাপে যেহেতু ভালো উইকেট থাকে, এখানে রান হয় অনেক বেশি। ট্রু উইকেটে খেলতে আমাদের বোলাররাও শিখতে পারবে এবং একই সঙ্গে ব্যাটাররাও অনেক শটস খেলতে পারবে।’
মিরাজের চাওয়া বিশ্বকাপের প্রস্তুতি দেশ থেকেই করে নেওয়ার, ‘সামনে বিশ্বকাপ খেলা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানে যেহেতু পাঁচটা টি-টোয়েন্টি ম্যাচ খেলব। তারপর আরও কিছু টি-টোয়েন্টি ম্যাচ আছে বিশ্বকাপের আগে। এই প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে গেলে হয়ত অনেক ভালো করতে পারি না। এই সিরিজগুলো খেলে যদি পারফর্ম করতে পারে, ভালো একটা শেইপ তৈরি করতে পারে। তাহলে বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে।’
এমআই