Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ফাহাদের ইতিহাস

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ফাহাদের ইতিহাস

খেলা ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ যুব দল। তবে মূল ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ইয়ং টাইগাররা। লঙ্কান অ-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে ফেরার লড়াইয়ে শুরু থেকেই আগ্রাসী ছিল তামিমরা।

ইকবাল হোসেন ইমন আর ফাহাদের সুইংয়ে শুরু থেকেই কাঁপছিল লঙ্কানরা। মাত্র ৩০ রানের মাথায় শ্রীলঙ্কার প্রথম উইকেট তুলেছেন আল ফাহাদ। টাইগার বোলারের সুইংয়ে নাস্তানাবুদ হয়েছেন লঙ্কান ওপেনার দুলনিথ সিগেরা। ব্যাট কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।

এরপর মিতব্যয়ী বোলিং করলেও ফাহাদ ঝলক দেখিয়েছেন নিজের শেষ স্পেলে। স্লগ ওভারে বল করতে আসা এই ফাস্ট বোলার শ্রীলঙ্কার পুরো ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দিয়েছেন। ম্যাচের ৪৫ ওভারে এক বল বিরতিতে দুই সেট ব্যাটারকে আউট করেছেন আল ফাহাদ।

ম্যাচের ৪৯তম ওভারে ৫ বলের মধ্যে ৩ উইকেট তুলেছেন এই বোলার। সবমিলিয়ে লঙ্কান যুবাদের বিপক্ষে ৪৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন টাইগার বোলার আল ফাহাদ। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার দিনে ইতিহাসের পাতায় নামও লিখিয়েছেন তিনি।

যুব ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬ উইকেট তুলেছেন আল ফাহাদ। এর আগে কোনো বাংলাদেশি পেসার যুব ওয়ানডে ক্রিকেটে ৬ উইকেট তুলতে পারেননি। তবে সবমিলিয়ে টাইগারদের তৃতীয় বোলার হিসেবে ৬ উইকেটের মাইলফলক অর্জন করেছেন ফাহাদ।

এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের যুব দলের বিপক্ষে ১৯ রান খরচায় ৬ উইকেট তুলেছেন বাঁহাতি স্পিনার সঞ্জিত সাহা। এছাড়া ২০২৩ সালে আফগানদের বিপক্ষে ২৯ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। 

উল্লেখ্য, যুব টাইগার ক্রিকেটারদের ৬ উইকেট নেওয়া এসব ম্যাচের সবগুলোই বাংলাদেশ জিতেছে। 

এমআই