
শ্রীলঙ্কা সফরে নতুন বোলিং কোচ পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১৬:৫৪
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তালহা জুবায়ের। এশিয়া কাপেও দলের সঙ্গে ছিলেন তিনি। তবে চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দায়িত্ব পালন করায় যুবাদের আসন্ন সিরিজে থাকবেন না তালহা। ফলে তার পরিবর্তে অনূর্ধ্ব-১৯ দলে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের লঙ্কা সফরের সূচি প্রকাশ করেছিল দেশটির বোর্ড। ওয়ানডে ফরম্যাটের ছয় ম্যাচের সিরিজ খেলতে আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কা যাবে আজিজুল হাকিম তামিম-আবরাররা। এই সফরে টাইগারদের বোলিং কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক পেসার ডলার মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করে ডলার মাহমুদ বলেন, ‘শিগগিরই অনূর্ধ্ব-১৯ দলের দলের সঙ্গে যোগ দিব। তরুণ ক্রিকেটারদের নিজের সর্বোচ্চটা দিয়েই শেখাতে চাই।’
বাংলাদেশ জাতীয় দলে খুব একটা ম্যাচ না খেললেও ঘরোয়া লিগে কোচিং পেশায় নামডাক রয়েছে ডলার মাহমুদের। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন সাবেক এই ক্রিকেটার।
উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল যুবাদের লঙ্কা সফর শুরু হবে। যেখানে ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে সফর শুরুর পর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। দুদিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।
এমআই