Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপ নিশ্চিতের খবর কার থেকে শুনেছেন জ্যোতি?

বিশ্বকাপ নিশ্চিতের খবর কার থেকে শুনেছেন জ্যোতি?

খেলা ডেস্ক

০৫ জুন ২০২৫, ১৯:৫৯

নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার কথা ছিল বাংলাদেশের। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে সেই সুযোগ হাতছাড়া করেছিল জ্যোতিরা। তাতে গেল এপ্রিলে বাংলাদেশকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হয়েছিল। শুরুতে ভালো খেললেও শেষদিকে আবার ধরাশায়ী হয়েছিল বাংলার নারীরা।

শেষবেলায় অবশ্য বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন হয়েছিল। ক্যারিবিয়ানদের ১ বলের নাটকীয় ভুলে বিশ্বকাপের টিকিট কেটেছিল নিগার সুলতানা জ্যোতির দল। সমীকরণের সেই ম্যাচটি শেষ পর্যন্ত দেখেননি টাইগ্রেস অধিনায়ক। বরং পাকিস্তানের অধিনায়কের কাছে বিশ্বকাপ নিশ্চিতের খবর শুনেছেন তিনি।

ব্যাটে হাতে কখনোই এত ‘জ্যোতি’ ছড়াতে পারেননি নিগার!

সম্প্রতি এক পডকাস্টে এ কথা জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানিয়েছেন, সেদিন ম্যাচ শেষ হতে না হতেই বাংলাদেশের অধিনায়ককে ফোন করেছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।

জ্যোতি বলেন, “ব্যাপারটা হচ্ছে, আমি প্রথম কলটা পেয়েছিলাম পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার কাছ থেকে। সে এবং সিদরা আমিনসহ আরও বেশ কয়েকজন খেলোয়াড় ছিল তখন। তারা ফোন করেই আমাকে বলে, ‘ইয়েস, তোমরা বিশ্বকাপের টিকিট পেয়ে গেছো।”

“আমি বলি, ‘সত্যি বলছো?’ আসলেই তাই?’ তখন প্রতিউত্তরে বলে, ‘হ্যাঁ, তোমরা বিশ্বকাপে উঠে গেছো।’ এটা আমার জন্য বিশেষ একটা মুহূর্ত ছিল। কারণ এটা দ্বিতীয়বারের মতো আমরা ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছি।”- বলেন জ্যোতি।

আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক ভারত। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে মোট ২৮ ম্যাচ। ৮ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা দলগুলো জায়গা করে নেবে সেমিফাইনালে।

এমআই