Advertisement
Us Bangla Airlines
বাছাইপর্বে সেঞ্চুরি করেও র‌্যাঙ্কিংয়ে জ্যোতির অবনতি!

বাছাইপর্বে সেঞ্চুরি করেও র‌্যাঙ্কিংয়ে জ্যোতির অবনতি!

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ১৯:২৩

বিশ্বকাপ বাছাইপর্বে শুরুর ৩ ম্যাচে দুর্দান্ত ছিল বাংলাদেশ। রেকর্ডের পর রেকর্ড গড়ে টানা ৩ ম্যাচ জেতা বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়া ছিল হাতের মুঠোয়। কিন্তু সেই সমীকরণকে জটিল করেছিল জ্যোতিরা। যদিও শেষ পর্যন্ত ওয়েস্ট উন্ডিজের ভুলে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

দলের ভালো সময়ের দিনে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন একাধিক ক্রিকেটার। বাছাইপর্বে বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নাহিদা আক্তার। এছাড়া ব্যাট হাতে উন্নতি করেছেন শারমিন আক্তার ও রিতু মনি। তবে বাছাইপর্বে শতক হাঁকিয়েও পিছিয়ে পড়েছেন নিগার সুলতানা জ্যোতি।

ব্যাটে হাতে কখনোই এত ‘জ্যোতি’ ছড়াতে পারেননি নিগার!

আজ মঙ্গলবার নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি প্রকাশ করে আইসিসি। সেখান থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন নিগার সুলতানা। এর পর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের নারীদের সঙ্গেও ফিফটি পেয়েছেন এই ক্রিকেটার। বাছাইপর্বে ব্যাট হাতে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেছেন তিনি। তাতেও র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নিগার সুলতানা জ্যোতির।

জ্যোতির পিছিয়ে পড়ার কারণ

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক আছেন ১৯ নম্বরে। জ্যোতির পিছিয়ে যাওয়ার বাছাইপর্বে শেষ দুই ম্যাচের ব্যর্থতা। ক্যারিবিয়ান নারীদের বিপক্ষে এই উইকেটরক্ষক করেছিলেন ৫ রান এবং পাকিস্তানের সাথে করেছেন ১ রান। উভয় ম্যাচ এই সপ্তাহে হওয়ায় র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।

জ্যোতির অবনতি হলেও উন্নতি হয়েছে শারমিন আক্তার ও রিতু মনির। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন শারমিন। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৫। এটি তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে ৬৬.৫০ গড় ও ৭০.৭৪ স্ট্রাইকরেটে করেছেন ২৬৬ রান করেছেন শারমিন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৫ এবং পাকিস্তানের বিপক্ষে ৪৮ রান করে এগিয়েছেন রিতু মনি। এই ব্যাটার ১৫ ধাপ উন্নতি করেছেন। এখন তার অবস্থান ৭৩তম।

উন্নতি হয়েছে বোলারদের

এদিকে নারী ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে একটি করে উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। ফলে বোলারদের তালিকায় পুনরায় সেরা দশে ফিরেছেন এই স্পিনার।

বল হাতে উন্নতি হয়েছে মারুফা, রাবেয়া খান ও ফাহিমা খাতুনেরও। এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন রাবেয়া, দুই ধাপ এগিয়ে ৪৬তম স্থানে ফাহিমা। ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বরে পেসার মারুফা আক্তার।

এমআই