Advertisement
Us Bangla Airlines
রেকর্ডের পর রেকর্ড গড়া ম্যাচের গল্প শোনালেন জ্যোতি

রেকর্ডের পর রেকর্ড গড়া ম্যাচের গল্প শোনালেন জ্যোতি

খেলা ডেস্ক

১১ এপ্রিল ২০২৫, ১২:০৪

থাইল্যান্ডের মেয়েদের যেন পাত্তাই দিল না বাংলাদেশ। উল্টো ম্যাচটিতে রেকর্ডের পর রেকর্ড গড়েছে জ্যোতিরা। থাই বোলারদের তুলোধুনো করে ২৭১ রান করেছিল লাল-সবুজ প্রতিনিধিরা। যা টাইগ্রেসদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে গেল বছরের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান ছিলো বাংলাদেশ নারীদের সর্বোচ্চ রান।

রেকর্ড সংগ্রহ গড়ার দিনে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম শতকের দেখা পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক করেছেন তিনি। তবে ১৫ চার ও এক ছক্কায় ৭৮ বলে করা এই শতক আবার বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছে।

এদিকে জ্যোতির শতক আর শারমিন সুলতানা সুপ্তির অপরাজিত ৯৪ রানে ভর করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই দুই ব্যাটার মিলে ১৩৮ বলে ১৫২ রানের জুটি গড়েন। যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড

ব্যাটিংয়ের পর বল হাতেও রেকর্ড গড়েছেন টাইগ্রেসরা। দুই স্পিনার ফাহিমা খাতুন-জান্নাতুল ফেরদৌসের ঘূর্ণিতে ১০ উইকেট হারায় থাইল্যান্ড গার্লস। বাংলাদেশের দুই বোলার সমান ৫ উইকেট করে ১০ উইকেট তুলে নিয়েছেন। ক্রিকেট ইতিহাসে এমন র্কীতি এবারই প্রথম। 

এদিকে বল হাতে টাইগ্রেসদের বিশ্বরেকর্ড গড়ার দিনে আরেকটি রেকর্ড ছুঁয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে থাই নারীরা মাত্র মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায়। ফলে ১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল টাইগ্রেস মেয়েরা। ব্যবধান বিবেচনায় এত বড় জয় এবারই প্রথম দেখা পেল জ্যোতিরা।

জয় দিয়ে বাছাইপর্ব শুরুর পর বিসিবি প্রকাশিত এক ভিডিওতে জ্যোতি প্রতিক্রিয়া জানালেন এভাবে, ‘আলহামদুলিল্লাহ টুর্নামেন্টের প্রথম জয়। দলের জন্য কনট্রিবিউট করতে পেরে, অনেক ভালো লাগতেছে। প্রথমে সেঞ্চুরি করার পর এভাবে মাথায় ছিল না যে দ্রুততম সেঞ্চুরি হয়েছে বা অন্য কিছু। টার্গেট ছিল দলের রান যেন ২৫০ প্লাস হয়।’

তিনি আরও বলেন, ‘পিংকি এবং সুপ্তা আপু যখন ব্যাটিং করতেছিল মনে হচ্ছিল যখন আমি যাব তখন ভালো একটা স্ট্রাইকরেটে দ্রুত রান তুলব। পরবর্তীতে দলের ব্যাটার যারা যাবে তারাও যেন ২৫০ টার্গেট নিয়ে ব্যাট করতে পারে। আলহামদুলিল্লাহ সুযোগ ছিল সেটা করতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।’

ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ পুঁজি নিয়ে কাজটা আগেই সেরেছিল বাংলাদেশ। পরে বোলাররাও সেই সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে। তাদের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বোলাররা অসম্ভব ভালো বল করেছে। বিশেষ করে স্পিনাররা, এরকম একটা রেকর্ড। আসলে একটা ইনিংসের দুই বোলারই পাঁচ উইকেট এটা অনন্য একটা কীর্তি। তারা যেভাবে দলের জন্য কন্ট্রিবিউট করেছে, এটা অনেক ইন্সপায়ারিং। সামনের ম্যাচগুলোতেও যেন এভাবে খেলতে পারে সেটাই প্রত্যাশা।’

এমআই