
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৩ ক্রিকেটার
খেলা ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৬:৩৮
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ দল। থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে টাইগ্রেসরা। রেকর্ড সংগ্রহের সেই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাতেই র্যাঙ্কিংয়ে দিয়েছেন লম্বা লাফ।
তৃতীয় উইকেটে জ্যোতিকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন টপ অর্ডার ব্যাটার শারমিন সুলতানা সুপ্তি। যা বাংলাদেশের যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ। থাই নারীদের সেই ম্যাচে অপরাজিত ৯৪ রানে ইনিংস শেষ করেছেন শারমিন। সেঞ্চুরি না পেলেও এবার আইসিসি থেকে সুখবর পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে ষোল ধাপ এগিয়ে এখন ১৭ নম্বরে আছেন টাইগ্রেস নিগার সুলতানা। ১১ ধাপ এগিয়ে শারমিনের অবস্থান ২৯তম। ওয়ানডেতে যা তাদের ক্যারিয়ার সেরা অবস্থান।
এই সংস্করণে নিগারের আগের সেরা র্যাঙ্কিং ছিল ৪১তম। আর শারমিনের সেরা অবস্থান ছিল ৩৯ নম্বর।
আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া রিতু মনির র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ১৬ ধাপ এগিয়ে এই ব্যাটার প্রথম বারের মতো সেরা ১০০-তে জায়গা পেয়েছেন। বর্তমানে তার অবস্থান ৮৮তম। তবে উন্নতির মাঝেও অবনতি হয়েছে ওপেনার ফারজানার। ২ ধাপ পিছিয়ে তার অবস্থান ২৫।
বোলিংয়ে বাংলাদেশের রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠে এসেছেন। এটাই তার ক্যারিয়ার সেরা অবস্থান। থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে আছেন ৪৮-এ। তবে দুই ধাপ অবনতি হয়েছে নাহিদা আক্তারের; ১২ নম্বরে নেমে গেছেন তিনি।
এমআই