Advertisement
Us Bangla Airlines
বিগ ব্যাশে রিশাদকে দলে নেওয়ার কারণ তাহলে এই!

বিগ ব্যাশে রিশাদকে দলে নেওয়ার কারণ তাহলে এই!

খেলা ডেস্ক

২১ জুন ২০২৫, ১৩:২০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে দ্বিতীয়বার ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আগামী মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন এই ক্রিকেটার। সবশেষ আসরেও রিশাদকে দলে নিয়েছিল দলটি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনওসি না পাওয়ায় খেলতে যেতে পারেননি।

অনাপত্তিপত্র না পাওয়া রিশাদকে পুনরায় কেন হোবার্ট হারিকেন্স ডেকেছে, তা খোলাসা করেছে দলটি। দ্বিতীয়বার রিশাদকে ডাকার কারণ জানিয়েছেন হোবার্টের হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করা স্যালিয়ান বিমস। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ড্রাফটের টেবিলেও ছিলেন তিনি।

তিনি জানান, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের পরামর্শে রিশাদকে পরপর দুই আসরে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। গত ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেই রিশাদকে মনে ধরে পন্টিংয়ের। ফলে তার পরামর্শকেই গুরুত্ব দিয়েছে দলটি।

স্যালিয়ান বিমস বলেন, ‘রিশাদকে আমরা গত মৌসুমেও সাইন করিয়েছিলাম। রিকই (রিকি পন্টিং) আমাদের পরামর্শ দিয়েছে। তার সঙ্গে রিশাদের পরিচয় হয়েছিল আমেরিকার ক্রিকেট লিগ এমএলসি থেকে (মূলত যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে)। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করায় দল থেকে রিশাদের প্রতি আগ্রহ দেখায়।’

‘আমাদের একজন অ্যাটাকিং লেগ স্পিনার দরকার ছিল। আমরা এমন কাউকে চাইনি যিনি ডিফেন্সিভ বল করবে। আমাদের এমন একজনকে দরকার ছিল যে সরাসরি স্টাম্পে অ্যাটাক করবে। আপনি জানেন, রিশাদ বেশ ভালো করছে। সে ব্যাটিংও করতে পারে। রিশাদ থাকলে ৮ নম্বরে ব্যাটিং করবে এবং আমাাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়বে।’-যোগ করেন তিনি।

বিপিএলের কারণে বিগ ব্যাশের গেল আসরে খেলতে যেতে পারেননি রিশাদ হোসেন। চলতি আসরে একই সময় বিপিএল খেলা হবে। তাতে রিশাদকে বিগ ব্যাশে দেখা যাবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

এমআই