Advertisement
Us Bangla Airlines
আবাহনীকে শিরোপা জিতিয়ে এবার হলেন বিসিবির কোচ

আবাহনীকে শিরোপা জিতিয়ে এবার হলেন বিসিবির কোচ

খেলা ডেস্ক

১৫ জুন ২০২৫, ১৪:১৭

ঘরোয়া টুর্নামেন্টে ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। দেশের আলোড়ন জাগানো এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন আবাহনী। অতীতে আবাহনী দলে বিসিবির কোচ-কর্তাদের প্রভাব থাকলেও এবার একেবারেই ভিন্ন দৃশ্যপট। তাতে আবাহনীর এবারের শিরোপা জয় পারতপক্ষে অনেক বড় বিষয়।

ডিপিএলে ঐতিহ্যবাহী আবাহনীকে চ্যাম্পিয়ন করার কারিগর হান্নান সরকার। বিসিবির নির্বাচক হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করা এই ক্রিকেটার প্রথমবারের মতো কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ডিপিএলে চমক দেখিয়েছেন। তবে আবাহনীকে শিরোপা জেতানো এই কোচ এবার বিসিবিতে কোচ হিসেবে ফিরছেন।

শিরোপা জিতিয়ে আবাহনী ছাড়লেন হান্নান, যাচ্ছেন কোথায়?

জানা যায়, অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হান্নান। তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে তার ওপর আস্থা রাখছে বিসিবি। অন্যদিকে, কোচিং করানোর ইচ্ছার কারণেই নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন হান্নান সরকার। ফলে বিসিবির অধীনে কোচিংয়ে দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

এদিকে আবাহনীকে শিরোপা জেতালো আগামী মৌসুমে অন্য দলের হয়ে কাজ করবেন হান্নান সরকার। সম্প্রতি তিনি জানিয়েছেন, ২০২৬ মৌসুমের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচের ভূমিকা পালন করবেন তিনি।

মোহামেডানকে উড়িয়ে আবাহনীর ২৪তম শিরোপা জয়

এর আগে চলতি বছরের শুরুতে বিসিবির নির্বাচকের পদ থেকে সরে আসেন হান্নান। সবমিলিয়ে ৮ বছর ৮ মাস বিসিবিতে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালে বয়সভিত্তিক দল দিয়ে যাত্রা শুরু, সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও। এবার কোচ হিসেবে নিজেকে গড়ে তুলছেন সাবেক টাইগার ক্রিকেটার।

এমআই