Advertisement
Us Bangla Airlines
সেই ‘টাইমড আউট’ নিয়ে মুখ খুললেন ম্যাথিউস

সেই ‘টাইমড আউট’ নিয়ে মুখ খুললেন ম্যাথিউস

খেলা ডেস্ক

১৫ জুন ২০২৫, ২২:০৯

ক্রিকেটের আইনে নিয়ম থাকলেও আগে টাইমড আউটের ব্যবহার দেখা যায়নি। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে প্রথমবার এই আইনের ফাঁদে ফেলেছিল বাংলাদেশ। এরপর থেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই টাইমড আউট স্মৃতির রোমন্থন।

আগামী ১৭ জুন থেকে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। বাংলাদেশ-শ্রীলঙ্কার গল টেস্ট দিয়েই সূচনা করবে নতুন মৌসুম। সিরিজের প্রথম ম্যাচে আবার অ্যাঞ্জেলো ম্যাথিউস টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। ম্যাথিউস এবং বাংলাদেশকে ঘিরে ঘুরেফিরে সেই টাইমড আউটের ঘটনা।

বাংলাদেশ সিরিজে বিদায় নিবেন লঙ্কান কিংবদন্তি

গতকাল ক্রিকইনফোর প্রকাশিত সাক্ষাৎকারে ম্যাথিউস জানিয়েছেন, টাইমড আউট হওয়ার বেশ হতাশ হয়েছিলেন তিনি। সাবেক লঙ্কান অধিনায়ক বলেন, ‘সেটা ছিল এমন একটা সময়, যখন আমি সত্যিই অনেক কথা বলেছিলাম, কারণ আমি রেগে গিয়েছিলাম এবং ভীষণ হতাশ বোধ করেছিলাম।’

ম্যাচে মাঠে নামতে সময় অপচয় এবং পিচে এসে হেলমেট ঠিক করতে গিয়ে সেবার সময় নষ্ট করেছিলেন ম্যাথিউস। কিন্তু সেই বিষয়কে অস্বীকার করে এই লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘আমি তো কোনো ভুল করিনি। যখন আমি ম্যাচ শেষে ভিডিওটা ম্যাচ রেফারি আর আম্পায়ারদের দেখাই, তখন তারা বুঝতে পারে এবং দুঃখ প্রকাশ করে।’

ম্যাথিউস আরও বলেন, ‘ওই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমার মনে হয়েছিল, আমাকে টার্গেট করা হয়েছিল। আমি জানি না, তারা কী কারণে ওই রকমভাবে আবেদন করল।’ সেই ম্যাচটি হেরে যাওয়ায় শ্রীলঙ্কা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হারায়, আর সুযোগ পায় বাংলাদেশ দল।

হেলমেটের স্ট্র্যাপ ভেঙে যাওয়া নিয়ে ম্যাথিউস বলেন, ‘আমার মনে হয়েছিল, আম্পায়ারদের আরও বেশি হস্তক্ষেপ করা উচিত ছিল। আমি যখন ক্রিজে যাই, তখন দুই মিনিট পার হয়নি—এটা পরিষ্কার ছিল। আর এটা তখনই দেখা যায় যে আমার হেলমেটটি ওই সময়েই ভেঙে যায়, মাঠে যাওয়ার আগেই নয়। তাই আমি যে রেগে গিয়েছিলাম, সেটার যথেষ্ট কারণ ছিল।’

এমআই