
হামজার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৫, ২০:০০
ভুটানের বিপক্ষে খেলবেন না বলে গুঞ্জন ছিল। প্রস্তুতিটা সারতে ভুটানের বিপক্ষে দেশের মাটিতে প্রথম অভিষেক হয় হামজা চৌধুরীর। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল পেয়ে যান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। তাতে দেশের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেকের ম্যাচে অভিষেক গোলটাও পেয়েও যান হামজা চৌধুরী।
ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের মধ্যে বল পাঠান অধিনায়ক জামাল ভূঁইয়া। ভেসে আসা বলে নিপুণ দক্ষতায় হেড করেন হামজা। বল ঠাঁই পায় জালে। হামজার গোল পাওয়ার পাশাপাশি প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। এরপর তিনটি ক্লিয়ার সুযোগ পেলেও তা মিস করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তাতে ভুটানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বল দখলে প্রথমার্ধে ভুটানের তুলনায় এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে ৬০ শতাংশ বলই বাংলাদেশের দখলে ছিল। এছাড়া ভুটানের রক্ষণভাগে মোট ৩৬ বার আক্রমণ করেছে ফাহামিদুলরা। যেখানে ভুটান করেছে মাত্র ১৬ বার। প্রথমার্ধে বাংলাদেশ মোট ৮টি শট নিয়েছে, প্রতিপক্ষের ১টি শট সামলিয়েছে বাংলাদেশের গোলরক্ষক।
গোলপোস্টে খুব একটা শট নিতে না পারলেও জামলরা চারবার আক্রমণ করেছে। তবে হামজা-তপুদের দুভের্দ্য ডিফেন্সের কারণে বাংলাদেশের গোল পোস্টে একবারও শট নেওয়ার সুযোগ পায়নি ভুটান। সবমিলিয়ে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ দল।
এমআই