
এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল
খেলা ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৮:৪৬
শ্রীলঙ্কার পর এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। আগামী ৬ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশত্যাগ করবে তামিম-জাওয়াদরা। সেখানে তিন ম্যাচর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ যুবা দল। পাশাপাশি অন্য একটি সিরিজ আয়োজনে আলোচনা চলছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, প্রোটিয়া সিরিজকে সামনে চলতি মাসের ২০ তারিখ থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ যুব দল। শুরুর দুই দিন হবে ফিটনেস ট্রেনিং। এরপর অনুশীলন ক্যাম্প আগামী ৩ তারিখ পর্যন্ত চলবে।
আগামী ২২ জুন দলের সঙ্গে যোগ দিবেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। ২১ ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্যাম্প শেষ ঢাকায় ফিরবে বাংলাদেশ।
ঢাকায় ফিরে আগামী ৬ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশত্যাগ করবে আজিজুল তামিমের দল। সেখানে পৌঁছে আফ্রিকা যুবা দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে যুবা টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। সেখানে আফ্রিকা এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
জিম্বাবুয়েতে আগামী যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফলে আফ্রিকান কন্ডিশনে খেলে বাড়তি অভিজ্ঞতা অর্জন করতে চায় বাংলাদেশ।
এর আগে গত মাসে শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। সেখানে গিয়ে লঙ্কান অনুর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৬টি ওয়ানডে ম্যাচ খেলে যুবা টাইগাররা। সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল।
এমআই