
বিগ ব্যাশে পুনরায় ডাক পেলেন রিশাদ হোসেন
খেলা ডেস্ক
১৯ জুন ২০২৫, ১২:৪৬
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে পুনরায় ডাক পেলেন রিশাদ হোসেন। টানা দ্বিতীয়বারের মতো অজিদের টুর্নামেন্টে ডাক পেয়েছেন টাইগার লেগস্পিনার। রিশাদকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেনস। বিগ ব্যাশের সামাজিকমাধ্যমে দেওয়া একটি পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
বিগ ব্যাশের গত মৌসুমেও রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেনস। কিন্তু বিপিএল চলাকালীন সময়ে বিগব্যাশ অনুষ্ঠিত না হওয়ায় বিসিবি থেকে অনাপত্তি পত্র পাননি তিনি। চলতি বছরে একই সময়ে বিপিএল ও বিগ ব্যাশ অনুষ্ঠিত হবে। ফলে রিশাদ খেলতে যাবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
Bangladeshi leg spinner Rishad Hossain has joined the 'Canes at Pick 13!
Posted by Hobart Hurricanes on Wednesday, June 18, 2025
রিশাদ না খেললেও গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হারিকেনস। চলতি মৌসুমেও টাইগার লেগস্পিনারকে রিটেইন করার কথা ভাবছিল দলটি। তবে রিটেইন না করলেও ড্রাফট থেকে রিশাদকে দলে ভেড়ায় বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা।
রিশাদ ছাড়াও আরেকজন বিদেশি লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস। ইংল্যান্ডের তরুণ লেগি রেহান আহমেদ খেলবেন এই দলে। এছাড়া ড্রাফট থেকে ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডানকে দলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিগ ব্যাশ লিগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। চলতি মৌসুমে রিশাদকে অনাপত্তি দিলে তিনি হবেন বিগ ব্যাশে খেলা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার। তবে পিএসএলের এ বছরের মৌসুমে রিশাদকে অনাপত্তি দিয়েছিল বিসিবি। তাতে বিগ ব্যাশেও তাকে দেখা যেতে পারে।
এদিকে রিশাদ ছাড়াও বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তারা হলেন—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
চলতি বছরের বিগ ব্যাশ লিগের ড্রাফটে আন্তর্জাতিকভাবে বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ দেখা যাচ্ছে। যেখানে ইংল্যান্ড থেকে ১৭৮ জন, পাকিস্তান থেকে ৭৪ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪২ জন, শ্রীলঙ্কা থেকে ১৩ জন, বাংলাদেশ থেকে ১০ জন এবং ভারত থেকে ১ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন।
এমআই