
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা ক্যারিবিয়ান তারকার বিদায়
খেলা ডেস্ক
১০ জুন ২০২৫, ১৫:২৩
বয়সটা ২৯ বছর ২৫১ দিন। ক্যারিয়ারের আরও লম্বা সময় বাকি। এর মাঝেই দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন নিকোলাস পুরান। ছক্কা মারার দক্ষতায় নিয়মিত রেকর্ডও গড়ছেন। বিস্ফোরক সেই ক্যারিবিয়ান ব্যাটার বয়স ত্রিশ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
সামাজিকমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন পুরান। তিনি বলেন, ‘মেরুন জার্সি গায়ে জড়ানো, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা, আর মাঠে নামলে প্রতিবার নিজের সবটুকু উজাড় করে দেওয়া... এসব আমার কাছে আসলে কতটা গুরুত্ব বহন করে, তা শব্দে প্রকাশ করা খুব কঠিন।’
পুরান আরও বলেন, ‘দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক অসাধারণ গৌরব, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করব। আমার ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায় শেষ হয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই ম্লান হবে না।’
ছক্কা মারার সামর্থ্যে বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত নাম নিকোলাস পুরান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কার মারার রেকর্ড তার দখলে। ইতোমধ্যে ১৪৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এমনকি দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি সবচেয়ে বেশি রানের মালিকও পুরান।
শুধু টি-টোয়েন্টি নয়, পুরো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন নিকোলাস পুরান। ২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। গত ৯ বছরে কোনো টেস্ট খেলেননি এই ক্রিকেটার। ৬১ ওয়ানডের পাশাপাশি ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।
গেল ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তিন ম্যাচের সেই সিরিজে তেমন কোনো রান করতে পারেননি নিকোলাস পুরান। টাইগার অফ স্পিনার শেখ মেহেদীর বলেই তিন ইনিংসে আউট হয়েছেন এই বিস্ফোরক ব্যাটার।
এমআই