Advertisement
Us Bangla Airlines
লিটনের এক ফোনে জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন

লিটনের এক ফোনে জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন

খেলা ডেস্ক

২৫ জুলাই ২০২৫, ২১:৫০

ফরচুন বরিশালের হয়ে ২০২৪ সালের বিপিএলে বল ও ব্যাট হাতে পারফর্ম করেছিলেন সাইফউদ্দিন। একই বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তিনি। খেলেছিলেন চারটি ম্যাচে, নিয়েছিলেন ৮ উইকেট। কিন্তু ডেথ ওভারে আস্থা রাখতে না পারায় বিশ্বকাপে জায়গা হয়নি। এরপর জাতীয় দল থেকেও যেন হারিয়ে গিয়েছিলেন।

শ্রীলঙ্কা সফরে আচমকা দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ পাকিস্তান সিরিজেও ছিলেন দলে। নিজের ফিরে আসার গল্পটা জানাতে গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন লিটনের প্রতি। তার ভাষায়, ‘প্রথমত, ধন্যবাদ প্রাপ্য লিটন কুমার দাসের। এক মাস আগেও জানতাম না আমি আবার জাতীয় দলে খেলব।’

তিনি বলেন, ‘এমন কোনো স্বপ্নও ছিল না। কিন্তু হঠাৎ লিটন ভাই ফোন করে বলেন, তুই আমার দলের মেইন প্লেয়ার, সেভাবে নিজেকে প্রস্তুত কর। এরপর থেকেই নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাই এবং নিজেকে বদলানোর চেষ্টা করি।’

সাইফউদ্দিন আরও বলেন, ‘অবশ্যই এর আগে শান্ত ভাই অধিনায়ক ছিলেন। হয়তো তার কাছ থেকেও যদি এমন উৎসাহ পেতাম, আরও ভালো করতে পারতাম। তবে লিটন ভাই যেভাবে সমর্থন দিয়েছেন, আমি তার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব।’

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৫ রানের কার্যকরী ইনিংস, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ছিল বল হাতে অবদান—দুই ম্যাচে ৩ উইকেট। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচে নেন ১ উইকেট।

এমআই