Advertisement
Us Bangla Airlines
অভিষেক ম্যাচে মোস্তাফিজকে মনে করালেন আফগান স্পিনার

অভিষেক ম্যাচে মোস্তাফিজকে মনে করালেন আফগান স্পিনার

খেলা ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ১৪:৫৬

আইপিএলে বাংলাদেশ দল থেকে নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন দুজন ক্রিকেটার। একজন সাকিব আল হাসান, অন্যজন মোস্তাফিজুর রহমান। সবশেষ আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজ। অবশ্য চলতি আসরে তাকে রিটেইন করেনি ধোনির দল। এমনকি ড্রাফট থেকে কোনো দলও তাকে দলে ভেড়ায়নি।

আইপিএলে দল না পাওয়া মোস্তাফিজকে চেন্নাইয়ের প্রথম ম্যাচেই যেন মনে করালেন আফগান স্পিনার নূর আহমেদ। গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট তুলেছিলেন এই চায়নাম্যান বোলার। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন নূর আহমেদ। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচে এমন দুর্দান্ত বোলিংই মোস্তাফিজকে মনে করিয়ে দিয়েছে।

গেল বছর চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই ৪ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর বিপক্ষে ২২ রানে ৪ উইকেট তুলেছিলেন তিনি। এমনকি ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন কাটার মাস্টার। সবমিলিয়ে মোস্তাফিজকেই যেন এবার পুনরাবৃত্তি করলেন আফগান স্পিনার নূর আহমেদ।

চেন্নাইয়ের জার্সিতে খেলতে নেমেই দুর্দান্ত স্পেলে রেকর্ড গড়েছেন আফগান বোলার। দলটির হয়ে অভিষেক ম্যাচে সেরা বোলিং ফিগার এখন তার দখলে। যে তালিকায় এতদিন শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। টাইগার বোলারের পরেই বোলিং ফিগারে সেরা অবস্থানে আছেন রাজাবর্ধন হাঙ্গারগেকার। ২০২৩ সালে গুজরাটের বিপক্ষে ৩৬ রানে ৩ উইকেট তুলেছিলেন তিনি।

চেন্নাইয়ের জার্সিতে অভিষেকে সেরা বোলিং স্পেল 

১৮/৪ - নূর আহমেদ, প্রতিপক্ষ- মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৫) 
২২/৪ - মোস্তাফিজুর রহমান, প্রতিপক্ষ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪) 
৩৬/৩ - রাজাবর্ধন হাঙ্গারগেকার, প্রতিপক্ষ - গুজরাট টাইটান্স (২০২৩)

এমআই