Advertisement
Us Bangla Airlines
অক্টোবরেই বিসিবির নির্বাচন, সম্ভাব্য তারিখ যেদিন

অক্টোবরেই বিসিবির নির্বাচন, সম্ভাব্য তারিখ যেদিন

খেলা ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫

জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে কিছুটা আলোচনার বাইরে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে বোর্ড।

আজ (সোমবার) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই সভা চলাকালীন একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে, সম্ভাব্য ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন।

সম্প্রতি বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে রেখে অ্যাডহক কমিটির গুঞ্জন উঠলেও, তা নাকচ করে নির্বাচনের রূপরেখা ঠিক করেছে বোর্ড। এর আগে গত ২৪ আগস্ট, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রতিবাদ জানিয়ে মিরপুরে বিক্ষোভ করে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।

এদিকে, সাবেক অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক নির্বাচনী মাঠে প্রবেশ ঘিরেও ক্রিকেট অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। সব মিলিয়ে বিসিবি নির্বাচন এবার বেশ রোমাঞ্চকর হতে চলেছে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। তামিমসহ অন্যান্য প্রার্থীরা কীভাবে নির্বাচনী লড়াইয়ে নামেন, এবার সেটাই দেখার বিষয়।

এমআই