Advertisement
Us Bangla Airlines
জাদেজার যে কীর্তির ধারেকাছেও নেই কোনো ক্রিকেটার

জাদেজার যে কীর্তির ধারেকাছেও নেই কোনো ক্রিকেটার

খেলা ডেস্ক

২৯ মার্চ ২০২৫, ২০:০৬

ব্যাটিংটা ভালোই করেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। বল হাতে তার ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। টার্ন আর স্পিনে প্রতিপক্ষকে বহুবার ধসিয়ে দিয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলছেন। গতকাল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে নতুন রেকর্ডে নাম লেখালেন এই অলরাউন্ডার।

আরসিবির বিপক্ষে নিজেদের হোম ভেন্যুতে ৬১৫৫ দিন পর হারের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। দলের পরাজয়ের দিনে বিবর্ণ ছিলেন রবীন্দ্র জাদেজা। ৩ ওভারে ৩৭ রান বিলিয়ে উইকেটশূন‍্য ছিলেন এই বাঁহাতি। ব্যাট হাতে সাতে নেমে ১৯ বলে এক ছক্কা ও দুই চারে তিনি করেন ২৫ রান। তবে এত অল্প রানেই গড়েছেন অবিশ্বাস্য রেকর্ড।

কোহলিদের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামার আগে আইপিএলে ২ হাজার ৯৭৬ রানের মালিক ছিলেন জাদেজা। জশ হেজেলউডের বলে ক‍্যাচ দিয়ে ফেরার সময় আইপিএলে তার রান দাঁড়িয়েছে ৩ হাজার ১। তাতে আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০০ রান এবং ১০০ উইকেটের কীর্তিতে নাম লিখিয়েছেন জাদেজা।

মাত্র ৭৩ সেকেন্ডেই ওভার শেষ, আলোচনায় জাদেজা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এর কোনো ক্রিকেটার একত্রে ৩০০০ রান এবং ১০০ উইকেটের মালিক হতে পারেননি। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএলে খেলা শেন ওয়াটসন ১০০ উইকেট ও ৩ হাজার রানের সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার ক‍্যারিয়ারের ইতি টানেন ৯২ উইকেট নিয়ে। ভারতের এই টুর্নামেন্টে তার রান ৩৮৭৪।

জাদেজার এ কীর্তির আশেপাশে নেই বর্তমানে খেলা কোনো ক্রিকেটার। আইপিএলে অন্তত ১০০ উইকেট এবং ২০০০ রান করছেন এমন ক্রিকেটার আছেন একজন, কলকাতার আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উইকেট সংখ্যা ১১৫টি, আর ব্যাট হাতে করেছেন ২৪৮৮ রান।

এমআই