
পিএসএলে খেলতে ছাড়পত্র চেয়েছেন সাকিব
খেলা ডেস্ক
১৫ মে ২০২৫, ১৩:২৯
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা সাকিবের নাম পিএসএল ফলাও প্রচার করলেও সেবার তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। কারণ, ড্রাফটের সময় বোলিংয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন এই অলরাউন্ডার।
গত ২০ মার্চ বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। স্বীকৃত ক্রিকেটে বর্তমানে সাকিবের বোলিং করতে বাধা নেই। বোলিংয়ের ত্রুটি থেকে মুক্ত হওয়ায় সাকিবকে দলে টেনেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্স। বিষয়টি গণমাধ্যমে সাকিব নিজেই নিশ্চিত করেছেন।
এদিকে পিএসএলে খেলতে আজ (বৃহস্পতিবার) বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি থেকে অনাপত্তিপত্র পেলে দীর্ঘদিন পর আবারো মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।
সাকিবের দল লাহোর কালান্দার্সে এবারের আসরে শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। ১৭ তারিখ থেকে আরেকদফায় শুরু হওয়া পিএসএলে তিনি খেলবেন কি না তা এখন পর্যন্ত অনিশ্চিত। এছাড়া নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে দল ছাড়তে পারেন অনেকেই। সেই দিক থেকেই পিএসএলে কপাল খুলেছে সাকিবের।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগে ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৬.৩৬ গড়ে করেছেন ১৮১ রান, স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে ৭.৩৯ ইকোনোমিতে ৮টি উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার। ২০১৭ সালে পেশোয়ারের হয়ে শিরোপা জিতেছেন তিনি।
এমআই