Advertisement
Us Bangla Airlines
লিটনের সর্বনাশে সৌম্যের ‘পৌষ মাস’

লিটনের সর্বনাশে সৌম্যের ‘পৌষ মাস’

খেলা ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩

আকস্মিক চোটে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলা হয়নি লিটনের। পাঁজরের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না তার। একই চোটের কারণে বাদ পড়েছেন ওয়ানডে সিরিজ থেকেও। ফলে দলে সুযোগ পেয়েছেন লম্বা সময় একাদশের বাইরে থাকা সৌম্য সরকার।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। সৌম্য এখনো দুবাইয়ের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। আপাতত টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হবেন সৌম্য সরকার।

এদিকে চোট গুরুতর হওয়ায় লিটনের সেরে উঠতে সময় লাগবে, ফলে পুরো সফর থেকেই ছিটকে যাচ্ছেন তিনি। জাতীয় দলে সৌম্যের শেষ দিককার পারফরম্যান্স ছিল মিশ্র। তবে বিসিবি সম্ভবত অভিজ্ঞতার দিক বিবেচনা করেই তাকে দলে টানছে।

এদিকে সিরিজ শুরু হতে বাকি আর মাত্র ক’দিন, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি দল ঘোষণা করেনি বিসিবি। লিটনের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক সামলাবেন নেতৃত্ব। চলতি এশিয়া কাপে লিটনের জায়গায় সুযোগ পেয়ে শেষ দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন জাকের।

আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর, পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর।

এমআই