
মাত্র ৭৩ সেকেন্ডেই ওভার শেষ, আলোচনায় জাদেজা!
খেলা ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২১
ক্রিকেটে কত কিছুই না ঘটে। নিয়মিত রেকর্ড ভাঙা, নতুন মাইলফলক ছোঁয়া কিংবা বিশেষ অর্জন। খবরের শিরোনামে আসা এসব অর্জনের গল্পের বাইরেও আরও নানান কীর্তি গড়ে দর্শকদের তাক লাগিয়ে দেন ক্রিকেটাররা। কটকের বারাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে এমনই এক ব্যতিক্রমী কীর্তি দেখা গিয়েছিল। সেখানে মাত্র ৭৩ সেকেন্ডে ওভার শেষ করে দর্শকদের অবাক করে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ঘটনাটি ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ২৪তম ওভারের। হ্যারি ব্রুকের বিরুদ্ধে বোলিং প্রান্তে তখন রবীন্দ্র জাদেজা। ইংলিশ ব্যাটারের বিরুদ্ধে মিডল ও লেগ-স্টাম্প বরাবর ফুল লেংথ বল করেন ৩৬ বছর বয়সী এই স্পিনার। জাদেজার সেই ওভারের পাঁচটি বলে হ্যারি ব্রুককে ফ্রন্টফুট ডিফেন্স ও শেষ বলে মিড উইকেটে একটি ফ্লিক করতে বাধ্য করেন। ব্রুককে টানা ডট খেলতে বাধ্য করা এই ওভার মাত্র ৭৩ সেকেন্ডে শেষ করেন রবীন্দ্র জাদেজা।
ভারতের তারকা অলরাউন্ডারের এত দ্রুত ওভার শেষ করা দেখে অবাক হয়ে যান হ্যারি ব্রুক। এমনকি দ্রুত ওভার শেষ করায় তাৎক্ষণিক আলোচনায় মেতেছিলেন ধারাভাষ্যকাররাও। সামাজিক মাধ্যমে জাদেজার এই দ্রুত বোলিং নিয়ে অনেক ভক্তও তার দক্ষতার প্রশংসা করেছেন।
দ্রুত বোলিংয়ের কারণে এর আগেও শিরোনামে এসেছেন রবীন্দ্র জাদেজা। ২০২১ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের সাথে খেলা টেস্ট ম্যাচে মাত্র ৬৪ সেকেন্ডে ওভার শেষ করেছেন তিনি। যা আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত ওভার শেষ করার রেকর্ড। এছাড়া ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৩ সেকেন্ডে ওভার শেষ করে শিরোনামে আসেন রবীন্দ্র জাদেজা।
টেস্ট ক্রিকেটে দুইবার ঝলক দেখানোর পর এবার ওয়ানডে ক্রিকেটে মাত্র ৭৩ সেকেন্ডে ওভার শেষ করলেন বাঁহাতি অলরাউন্ডার। নতুন কীর্তি গড়ার দিনে দশ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট তুলেছেন রবীন্দ্র জাদেজা।
স্বীকৃত ক্রিকেটে অবশ্য দ্রুত বোলিং করার রেকর্ড পাকিস্তানের ইউনিস খানের। ব্যাটার হিসেবে অধিক পরিচিতি পাওয়া এই ক্রিকেটার মিডিয়াম ফাস্ট ও লেগ স্পিন বোলিংও করেছেন। ২০০৭ সালে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সাসেক্সের বিপক্ষে মাত্র ৩৫ সেকেন্ডে ওভার শেষ করেছেন তিনি। যা ক্রিকেটে ইতিহাসে এখন পর্যন্ত অন্যন্য রেকর্ড। ইয়র্কশায়ারের হয়ে সেবার বল করেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার।
এমআই