Advertisement
Us Bangla Airlines
সেরা অধিনায়ক রোহিত ক্যাচ ছাড়াতেও ‘সেরা’

সেরা অধিনায়ক রোহিত ক্যাচ ছাড়াতেও ‘সেরা’

খেলা ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০

পরপর দুই বলে তানজিদ, মুশফিককে ডাগ আউটে ফিরিয়েছেন অক্ষর প্যাটেল। হ্যাটট্রিক বলে অক্ষরের সামনে জাকের আলী। তিন স্লিপ নিয়ে জাকেরের জন্য ফাঁদ পাতা হয়েছে। এমন ফিল্ডিং সাজিয়ে অফ স্টাম্পের অনেক বাইরে থেকে প্রথাগত আর্ম বল করেছেন এ বাঁহাতি স্পিনার। সাজানো ফাঁদে ঠিকই ধরা দিয়েছেন জাকের আলী। অফ স্টাম্পের বাইরের বলকে খোঁচা দিয়ে ক্যাচ তুলে দিয়েছেন প্রথম স্লিপে দাঁড়ানো রোহিতের হাতে।

ভারতীয় অধিনায়ক খুব চেষ্টা করেও সহজ ক্যাচটা শেষ পর্যন্ত হাতে গলাতে পারেনি। বরং তার দুই হাত ছাড়িয়ে বল বুক বেয়ে মাটিতে গড়িয়ে পড়ে। রোহিতের এমন ক্যাচ মিসের সঙ্গে জীবন পেয়ে যান জাকের। আউট হওয়ার আগে ভারতের বিপক্ষে তিনি ৬৮ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। তবে সহজ ক্যাচ মিসে লজ্জার খাতায় নাম লিখিয়েছেন ভারতের দলপতি।

পরিসংখ্যান বলছে, ২০২৩ থেকে ওয়ানডে ম্যাচে ২২টি ক্যাচের সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা। এর মধ্যে মাত্র ১২টি ক্যাচ ধরতে পেরেছিলেন তিনি। বাকি ১০টি ক্যাচই মিস করেছেন এই খেলোয়াড়। হিসাব মতে, রোহিতের সামনে আসা মোট ক্যাচের ৫৪.৫৫ শতাংশ মাত্র হাতে জমাতে পেরেছিলেন। এই সময়ে পুরো বিশ্বে এত বেশি ক্যাচ ড্রপ করেনি আর কোনো ক্রিকেটার।

ক্যাচ ড্রপের তালিকায় রোহিতের পরে আছেন ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিং। ২২ ক্যাচের মধ্যে ৮টি ক্যাচ মিস করেছেন তিনি। একই সংখ্যক সুযোগ পেয়ে সমান পরিমাণ ক্যাচ ছেড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এছাড়া ২৩টি ক্যাচের সুযোগ পেয়ে ৭টি করে ক্যাচ ছেড়েছেন গ্লেন ফিলিপস এবং পাথুম নিশাঙ্কা।

এদিকে ক্যাচ মিসে তালিকার শীর্ষে ওঠে আসা রোহিত শর্মা অধিনায়কত্বে অন্যন্য নজির গড়েছেন। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে কমপক্ষে ১০০ ম্যাচ জিতেছেন এমন অধিনায়কের মাঝে সবচেয়ে বেশি জয়ের হার রোহিতের। ১৩৭ ম্যাচেই শততম জয় তুলে নেয়া রোহিতের জয় ৭৩ শতাংশ। দুইয়ে থাকা পন্টিংয়ের জয়ের হার ৬৭.৯০ শতাংশ। আর স্টিভ ওয়াহর অধিনায়কত্ব ক্যারিয়ারে জয়ের হার ৬৬.২৫ শতাংশ।

দলের নেতৃত্বে দারুণ সময় কাটানো রোহিত বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে রান খরায় ভুগছিলেন। এর সঙ্গে এবার যুক্ত হলো ক্যাচ মিসের গল্প। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে নেতৃত্বের শততম জয় উপহার দেওয়া রোহিত একই ম্যাচে ক্যাচ ছেড়ে ‘খলনায়ক’ তালিকার শীর্ষেও উঠেছেন।

এমআই