Advertisement
Us Bangla Airlines
রঞ্জিতে চ্যাম্পিয়ন দল কত টাকা পেয়েছে, জানলে অবাক হবেন

রঞ্জিতে চ্যাম্পিয়ন দল কত টাকা পেয়েছে, জানলে অবাক হবেন

খেলা ডেস্ক

০৩ মার্চ ২০২৫, ১৯:৪৩

ভারতের প্রথম শ্রেণি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। গত বছরের ১১ অক্টোবর রঞ্জি ট্রফির এবারের মৌসুম শুরু হয়েছে। যেখানে মোট ৩২ দল অংশ নিয়েছিল। দীর্ঘদিন ধরে চলা এই টুর্নামেন্ট গতকাল ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্তি টেনেছে। টুর্নামেন্টটির এবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল কেরালা এবং বিদর্ভ। 

টুর্নামেন্টের শেষ ম্যাচে অবশ্য ফলাফল অমিমাংসিত ছিল। বিদর্ভের ব্যাটারদের দক্ষতায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্রতে গড়ায়। তবে করুণ নায়ারের অনবদ্য ইনিংসের সুবাদে রঞ্জি ট্রফিতে এই নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বিদর্ভ। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে লিডের জন্য দলটিকে ভারতসেরা ঘোষণা করা হয়।

গতকাল রোববার টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ শেষ হয়েছে। তাতে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার ওঠেছে বিদর্ভের ক্রিকেটারদের হাতে। কিন্তু রঞ্জিতে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন করুণ নায়াররা? রানার্স-আপ হয়ে কেরালা ভাগে জুটেছে কত টাকা। শুনলে, চক্ষু ছানাবড়া হওয়ার মতো অবস্থা।

বাংলাদেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর বিপিএল। চলতি আসরে টুর্নামেন্টটি প্রাইজমানি বাড়িয়ে চ্যাম্পিয়ন দলকে আড়াই কোটি টাকা প্রদান করেছিল। কিন্তু বিপিএল থেকে দ্বিগুণ প্রাইজমানি পেয়েছে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া বিদর্ভ ক্রিকেট টিম। এছাড়া রানার্সআপ হওয়া কেরালার প্রাইজমানিও বিপিএলের চ্যাম্পিয়ন দল থেকে বেশি।

ভারতীয় গণমাধ্যম বলছে, রঞ্জি ট্রফির চলতি মৌসুমে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকা পেয়েছে বিদর্ভ। ২০২৩ সালের এপ্রিলে বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী প্রাইজ মানি বৃদ্ধি পেয়েছিল। সেই দিক থেকেই এবার ভারতের সেরা দল হয়ে করুণ নায়াররা পেয়েছেন ৫ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্টের রানার্সআপ দল হিসেবে কেরেলা পেয়েছে ৩ কোটি টাকা।

এমআই