
বোলিংয়ে সুবিধা পেতে যে নিয়ম পাল্টানোর দাবি ভারতীয় ক্রিকেটারের
খেলা ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ২৩:১৫
চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের সব ম্যাচ খেলছে ভারত। পাকিস্তানের মাটিতে রানের ফোয়ারা বইলেও দুবাইয়ের মাঠে এখন পর্যন্ত ৩০০ রানের কোনো ইনিংস দেখা যায়নি। বরং মন্থর পিচে ব্যাট হাতে বেশ সংগ্রাম করেছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। কিছুটা নিচু প্রকৃতির পিচ হওয়ায় ভারতীয় স্পিনাররা বেশ ফায়দাও লুটেছেন।
নিজেদের সবশেষ দুই ম্যাচে চার স্পিনার খেলিয়েছে রোহিত শর্মার দল। ধীর গতির পিচ হওয়ায় পেসারদের খুব একটা কদর না থাকলেও এই মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছেন মোহাম্মদ শামি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৫ উইকেট শিকার করে নিজের দক্ষতার জানান দিয়েছেন ডানহাতি ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও ৩ উইকেট শিকার করেছেন তিনি।
বল হাতে দারুণ ছন্দে থাকলেও আক্ষেপে পুড়ছেন এই পেসার। নিজের পছন্দের রিভার্স সুইং করতে পারছেন না তিনি। ফলে আইসিসির নিয়ম বদলানোর দাবি তুলেছেন মোহাম্মদ শামি। তার মতে, বোলারদের রিভার্স সুইংয়ে সুবিধা পেতে আইসিসির নিয়মে পরিবর্তন প্রয়োজন। এমনকি বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য যেন লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান তিনি।
সাধারণত, পুরনো বলের এক পাশ উজ্জ্বল করার জন্য লালা ব্যবহার করলে পেসাররা রিভার্স সুইং করাতে পারেন। ওয়ানডে ক্রিকেট ম্যাচের পুরনো বলে যা কার্যকরী ভূমিকা পালন করতো। কিন্তু ২০২২ সালে বলে লালা লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। ফলে এখন আর থুতু ব্যবহার করতে পারেন না ক্রিকেটাররা। তাতে রিভার্স সুইং করা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয় বোলারদের।
বোলারদের পক্ষে শামি বলেন, ‘আমরা রিভার্স সুইং করার চেষ্টা করছি। কিন্তু সেটা পারছি না। কারণ আমরা তো এখন খেলার সময় বলে লালা ব্যবহার করতে পারি না।’ বোলারদের এই সুবিধা দিতে আইসিসির কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নিয়মিত লালা ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করছি। তা হলে রিভার্স সুইং আরও আকর্ষণীয় হবে।’
এমআই