
ওয়ানডে সিরিজ নিয়ে আশার গল্প শোনালেন তাসকিন
খেলা ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৬:০৮
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ধরাশায়ী হয়েছে টাইগাররা। টেস্ট সিরিজের পর লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে দলের ৮ ক্রিকেটার গতকাল শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন।
একদিন পর আজ ঢাকা ছেড়েছেন নাঈম শেখ এবং তাসকিন আহমেদ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তাসকিন জানিয়েছেন সিরিজ জয়ের কথা।
তাসকিন বলেন, ‘একজন টিম ম্যান হিসেবে আমি আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি। খেলতে পারিনি।’
‘হ্যাঁ, তো এখন ভালো লাগছে যে... আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পিছনে আমার ভূমিকা থাকে যাতে’-যোগ করেন তিনি।
নিজের ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘যে কোনো প্লেয়ারের জন্যই এটাই অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা ইনজুরির কারণে। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করব।’
সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে তাসকিন আরও বলেন, ‘ওডিআই আর টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই জিততে চাই, মানে হারজিত তো থাকবেই, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেরাটা দিব, আমার বিশ্বাস আছে।’
এমআই