
সুখবর পেলেন শান্ত-মুশফিক
খেলা ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৭:১৫
গল টেস্টে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্টের ১৬তম অধিনায়ক হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত জিততে না পারলেও অমিমাংসীত ফল রেখে শেষ করেছেন। এবার আইসিসি থেকে সুখবর পেলেন টাইগার অধিনায়ক।
টেস্ট সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ২১ ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বর্তমানে ২৯তম স্থানে আছেন এই ব্যাটার। শান্ত থেকে এক ধাপ এগিয়ে আছেন মুশফিকুর রহিম। ১১ ধাপ এগিয়ে যাওয়া মুশফিকের অবস্থান ২৮তম। গল টেস্টে প্রথম ইনিংসে ১৬৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
আজ বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখান থেকে এসব তথ্য জানা গেছে।
শান্ত-মুশফিক ছাড়াও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছেন সাদমানের। দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করে তিন ধাপ এগিয়ে ৫৫তম স্থানে রয়েছেন টাইগার ওপেনার। বিপরীতে লিটন ৩ ধাপ, মুমিনুল ৫ ধাপ এবং জাকের আলী ১৪ ধাপ পিছিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন অফ স্পিনার নাইম হাসান। বিদেশের মাটিতে প্রথমবার বল করতে নেমে ফাইফার নিয়েছেন তিনি। তাতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন নাইম। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেওয়া এই অফ স্পিনার এখন আছেন ৪৮ নম্বরে।
গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের হাসান মাহমুদ। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন তিনি।
এমআই