Advertisement
Us Bangla Airlines
জাপানের বিপক্ষে ১১ গোল হজম করল বাংলাদেশ

জাপানের বিপক্ষে ১১ গোল হজম করল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ১২:৪৫

ফুটবলে নারী গেল পরশু গড়েছিল ইতিহাস। হকির বয়সভিত্তিক নারী দলে পাল্টে গেল মোড়। অ-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দল জাপানের বিপক্ষে ১১ গোল হজম করেছে। চীনের ডাজহু শহরে চলমান টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমবার খেলতে নেমেই এমন পরাজয়ের সাক্ষী হয়েছে।

বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। প্রথম কোয়ার্টারে এক গোলে হজম করেছিল। পরের পনেরো মিনিটে জাপান আরো ২ গোল দেয়। বাংলাদেশ ৩ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে মধ্য বিরতিতে যায়। 

বিরতির পরও বাংলাদেশ খেলায় লড়াই করেছে। তৃতীয় কোয়ার্টারে জাপান মাত্র এক গোল করে। শেষ কোয়ার্টারে বাংলাদেশ নারী হকি দল একেবারে এলেমেলো হয়ে পড়ে। ১৫ মিনিটের মধ্যে সাত গোল হজম করে। ফলে ১১-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। 

আজ বাংলাদেশ দলের খেলা নেই। আগামীকাল বালক দল শ্রীলঙ্কা ও বালিকা দল উজবেকিস্তানের মুখোমুখি হবে। দুটি ম্যাচই চীন সময় বিকেলে। 

এমআই