
টেস্ট দলে নেই তাসকিন, সাদা বলে ফিরবেন তো?
খেলা ডেস্ক
০৬ জুন ২০২৫, ১৩:০১
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পনেরো সদস্যের সেই দলে নেই বাংলাদেশের পেস বোলিং ইউনিটের নেতা তাসকিন আহমেদ। গোড়ালির ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় তাসকিনকে টেস্ট দলে রাখেনি বিসিবি।
সাদা পোশাকের ক্রিকেটে সুযোগ না পেলেও সীমিত ওভারের দলে ফিরতে চান ঢাকা এক্সপ্রেস। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে বর্তমানে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন তিনি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মাঠে নিয়মিত অনুশীলন করছেন এ পেসার। রানিং সেশনের পাশাপাশি বোলিংয়েও মনোযোগ তাসকিনের।
নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে তাসকিনের সঙ্গী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট দলে জায়গা না পেলেও শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এ পেসার জায়গা পেতে পারেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, ‘তাসকিনের ৭০ শতাংশের মতো উন্নতি হয়েছে এটা বলতে পারব। ৭০ শতাংশ দিয়েই বোলিং করছে সে। লাল বলে তো দলে নেই, সাদা বলে হয়তো দলে থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে কিছুদিন না গেলে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ৯ তারিখ আসলে বুঝতে পারব। সে ৬-৭ তারিখ পর্যন্ত হয়তো অনুশীলন করবে, এরপর বুঝতে পারব।’
গোড়ালির ইনজুরি নিয়ে লম্বা সময় ধরে ভুগছিলেন তাসকিন। পেসারদের জন্য এটা স্বাভাবিক বিষয় হলেও তাসকিনের বিষয়টি কিছুটা গুরুতর। ফলে ডিপিএলের মাঝপথেই খেলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। একই কারণে ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাসকিন আহমেদ।
এরপর চোট সারাতে ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। সবমিলিয়ে তিন বিদেশি ক্রীড়া ফিজিশিয়ানকে দেখিয়েছিলেন তাসকিন। সবশেষ পাকিস্তান এবং আমিরাতের বিপক্ষে সিরিজেও ছিলেন না টাইগার এই পেসার। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও টেস্ট দলে সুযোগ পাননি এ পেসার।
বিসিবির মেডিকেল টিম আশা করছে, লঙ্কানদের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে ফিরতে পারেন তাসকিন। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২-৮ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরেই ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে তিনটি-টোয়েন্টি।
এমআই