Advertisement
Us Bangla Airlines
কিপটেমিতে সবাইকে ছাড়ালেন তাসকিন আহমেদ

কিপটেমিতে সবাইকে ছাড়ালেন তাসকিন আহমেদ

খেলা ডেস্ক

০৮ জুলাই ২০২৫, ১৭:০৪

বাংলাদেশ দলের ফাস্ট বোলিং ইউনিটের নেতা বলা হয় তাসকিন আহমেদকে। দলের বাকি পেসারদের একাই আগলে রাখেন ঢাকা এক্সপ্রেস। পাশাপাশি নিজের কাজটাও করে যাচ্ছেন নিয়মিত। ২০২১ সালে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর বিশ্বের ষষ্ঠ উইকেটশিকারি পেসার তাসকিন আহমেদ। তবে কিপটেমিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে এককালে অবধারিত নাম ছিলেন তাসকিন। কিন্তু বাজে ফর্মের কারণে ২০১৭ সালে দলে থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন তিনি। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে জায়গা না পেয়ে অঝোরে কেঁদেছিলেন এই ফাস্ট বোলার। এরপর করোনার কঠিন সময়ে নিজেকে প্রস্তুত করে আবার জাতীয় দলে ফিরেন ঢাকা এক্সপ্রেস।

তাসকিনের চোট নিয়ে যা জানালেন চিকিৎসকেরা

২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে ফেরার পর এখন পর্যন্ত ৪৮ ইনিংস বোলিং করছেন তাসকিন আহমেদ। তাতে ২৮ গড়ে ৭০ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। ওভারপ্রতি ৫ রান খরচ করার দিনে প্রতি উইকেট তুলতে তাসকিনের হাত ঘুরাতে হয়েছে মাত্র ৩৪ বল। তবে সবশেষ দেড় বছরে আরও পরিণত হয়েছেন এই বোলার।

মিত্যবয়ী বোলিং আর উইকেট শিকারের তালিকায় তাসকিন যেন প্রতিনিয়ত সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন। ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কিপটে বোলার তাসকিন। দেড় বছরে ২৭ ইনিংস বল করে ওভারপ্রতি ৫ রানের কম (৪.৮৭) খরচ করেছেন এই স্পিডস্টার। সাথে তুলেছেন ৪৬ উইকেট।

তাসকিনের পরে এ তালিকায় আছেন কিউই পেসার ম্যাট হেনরি। ২৬ ইনিংসে ৪৯ উইকেট শিকার করলেও ওভারপ্রতি ৫.১৫ গড়ে রান বিলিয়েছেন তিনি। এছাড়া কাগিসো রাবাদা ৫.৩২, জশ হ্যাজলউড ৫.৩৮ এবং মোহাম্মদ সিরাজ ৫.৪১ গড়ে রান খরচ করেছেন। সবমিলিয়ে ২০২৩ থেকে কিপটেমিতে সবাইকে ছাড়িয়েছেন তাসকিন।

এমআই