
তাসকিনকে টপকে রুবেলের সঙ্গে জুটি বাঁধলেন লিটন
খেলা ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১৫:২৫
বাংলাদেশ ক্রিকেটে টপ অর্ডারেই সবচেয়ে বেশি ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। সাদা বলের ক্রিকেটে এই সংখ্যাটা সবচেয়ে বেশি। বিপরীতে লোয়ারঅর্ডারে ব্যাটিং করে থাকেন পেসার তাসকিন আহমেদ ও জাতীয় দলের বাইরে থাকা রুবেল হোসেন। তবে এই দুই পেসারের সঙ্গে জুটি বেঁধেছেন লিটন দাস।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৮ ম্যাচ খেলেছেন লিটন দাস। যার ৫ ম্যাচেই ডাক মেরেছেন লিটন। বাংলাদেশের হয়ে ১-৬ নম্বরে ব্যাটিং করেন, এমন ক্রিকেটারদের মধ্যে লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন লিটন। সেই ম্যাচে চার বলে শূন্য করে আউট হয়েছিলেন তিনি। তাতে লিটনের ডাকের সংখ্যা দাঁড়িয়েছে ৫টি। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৫টি ডাক মেরেছিলেন রুবেল হোসেন। এবার তার সঙ্গে জুটি বাঁধলেন লিটন দাস।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে লিটনের ডাক সংখ্যা ছিল ৪টি। লঙ্কানদের সাথে ৪টি ডাক রয়েছে পেসার তাসকিনের। তবে টাইগার স্পিডস্টারকে টপকে এবার ডাক মারার তালিকায় সবার ওপরে ওঠেছেন লিটন।
এদিকে লঙ্কানদের বিপক্ষে ডাক মারার হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ফলে দ্বিতীয় ওয়ানডেতে একাদশ থেকে বাদ পড়েছেন লিটন। পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দ্বিতীয় ওয়ানডের একাদশে নেই তাসকিন আহমেদ।
এমআই