Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশে ভারতের খেলতে না আসার কারণ তাহলে এই!

বাংলাদেশে ভারতের খেলতে না আসার কারণ তাহলে এই!

খেলা ডেস্ক

০২ জুলাই ২০২৫, ১৬:২৮

আগামী আগস্টেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে হার্দিক পান্ডিয়ারা। কিন্তু রাজনৈতিক পালাবদলে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। ভারত সফর নিয়ে সুখবর দিতে পারেনি স্বয়ং বিসিবি।

অনিশ্চয়তা আর আশঙ্কার মাঝে নতুন খবর দিল সংবাদমাধ্যম বিবিসি বাংলা। দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। এর কারণও অবশ্য জানিয়েছে বিবিসি বাংলা।

সংবাদমাধ্যমটি জানায়, রাজনৈতিক কারণেই ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সায় দিচ্ছে না ভারত সরকার, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখন সিরিজ এখন না হলেও পরে আবারও সময়সূচি পুনঃনির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সরকারের ঊর্ধ্বতন সূত্রে বিবিসি আরও জানায়, এই পরিস্থিতিতে ভারতীয় দল বাংলাদেশে সিরিজ খেলতে গেলে তা সাধারণ ভারতীয়দের মধ্যে একটা ভুল বার্তা দেবে বলে মনে করছেন সরকারের নীতিনির্ধারকরা। সফরটি এখন অনুষ্ঠিত হলে তাতে রাজনৈতিক ঝুঁকি আছে বলে ভারত সরকার মনে করছে। 

অন্যদিকে সফর স্থগিত হলে তাতে ভারতের ক্রিকেটীয় ক্ষতিও তেমন একটা নেই! কারণ, এই সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ খেলবে না ভারত দল। ফলে আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফর এখন এতটা অনিশ্চিত হয়ে উঠেছে।

এমআই