Advertisement
Us Bangla Airlines
দুই অলরাউন্ডারকে ফিরিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

দুই অলরাউন্ডারকে ফিরিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

খেলা ডেস্ক

০৭ জুলাই ২০২৫, ১৫:৫৩

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দীর্ঘ বিরতির পর ১৭ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা করুণারত্নে। আজ (সোমবার) নিজেদের সামাজিকমাধ্যমে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

গেল বছরের জুলাইয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন দাসুন শানাকা। ক্যান্ডির পাল্লাকেলেতে ভারতের বিপক্ষে খেলা সেই ম্যাচের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি তিনি। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে সুযোগ পেতে যাচ্ছেন তিনি।

শানাকার মতো বাংলাদেশ সিরিজ দিয়ে জাতীয় দল ফিরছেন আরেক ফাস্ট বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। শ্রীলঙ্কার জার্সিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সবশেষ খেলেছিলেন তিনি। এছাড়া লঙ্কা দলের পেস আক্রমণে আরও রয়েছেন- নুয়ান তুষারা, ইশান মালিঙ্গা ও মাথিসা পাতিরানা।

স্পিন আক্রমণে আছেন দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে। খণ্ডকালীন স্পিনার হিসেবে চারিথ আসালাঙ্কা, সব্যসাচী বোলার কামিন্দু মেন্ডিসও বাংলাদেশি ব্যাটারদের ইতোমধ্যে ভালো পরীক্ষা নিয়েছেন।

দলটিতে ব্যাটার হিসেবে রয়েছেন পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। দুই কুশল উইকেটরক্ষক হিসেবে দলে থাকলেও উইকেটরক্ষকের গ্লাভস কুশল মেন্ডিসের হাতে থাকার সম্ভাবনা বেশি।

আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

একনজরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস,জেফরি ভ্যান্ডারসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, ইশান মালিঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাতিরানা, চামিকা করুণারত্নে।

এমআই