Advertisement
Us Bangla Airlines
৪১৬৭ দিন পর এমন হার দেখল বাংলাদেশ দল

৪১৬৭ দিন পর এমন হার দেখল বাংলাদেশ দল

খেলা ডেস্ক

২৮ জুন ২০২৫, ১৩:০১

গল্পের স্ক্রিপটা লেখাই ছিল। আজ সকালে আনুষ্ঠানিকতা সারলো বাংলাদেশ দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারলো নাজমুল শান্তরা। লঙ্কানদের বিপক্ষে ৪১৬৭ দিন পর এমন পরাজয়ের সাক্ষী হয়েছে লাল-সবুজের দল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু হয়েছে। গত তিন মৌসুমের মতো এবারও সিরিজ হার দিয়ে নিজেদের পথচলা শুরু করলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটা ড্র করেছিল বাংলাদেশ। তবে কলম্বোর সিংহলিজে দ্বিতীয় টেস্টে পুরনো ফর্মে ফিরেছে টাইগাররা।

তাইজুলের রেকর্ডের দিনে পুরনো ফর্মে টাইগার ব্যাটাররা

বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার এই ভেন্যুটা দুর্ভাগ্যের মঞ্চও বলা চলে। এসএসসিতে এখন পর্যন্ত চারটি টেস্টের তিনটিই হেরেছে টাইগাররা। এছাড়া চার টেস্টের তিনটাই ইনিংস ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল। এই ভেন্যুতে সবশেষ ২০০৭ সালে খেলা ম্যাচে ইনিংস ও ২৩৪ রানের ব্যবধানে হেরেছিল আশরাফুলের দল।

সবমিলিয়ে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত ২৮টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে শ্রীলঙ্কার জয় ২১টি, বাংলাদেশের ১টি। পাশাপাশি ড্র হয়েছে ৬ ম্যাচ। এর মধ্যে লঙ্কানদের বিপক্ষে সবশেষ ২০১৪ সালের জানুয়ারিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা।

শ্রীলঙ্কার ক্যাচ মিসের মহড়া, তবুও অল্পতে দিন শেষ করল বাংলাদেশ

মিরপুরে লঙ্কানদের বিপক্ষে ইনিংস ও ২৪৮ রানের ব্যবধানে পরাজয় গুনেছিল মুশফিকুর রহিমের দল। ১১ বছর ৪ মাস বা ৪১৬৭ দিন পর ফের শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে প্রায় ১৮ বছর পর ইনিংস পরাজয় হজম করেছে লাল-সবুজের দল।

সিংহলিজে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। সাদমান-মুশফিকরা ভালো শুরু পেলেও ২৪৭ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। বিপরীতে টাইগার বোলারদের তুলোধুনো করে ৪৫৮ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের দেওয়া লিড টপকাতে না পেরে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল শান্তের দল।

এমআই