
তাইজুলের রেকর্ডের দিনে পুরনো ফর্মে টাইগার ব্যাটাররা
খেলা ডেস্ক
২৭ জুন ২০২৫, ১৮:২৩
বাংলাদেশের বিপক্ষে ২১১ রানের লিড বাড়িয়ে থেমেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের লিডের পরিমাণ আরও বেশি না হওয়ার কারণ তাইজুল ইসলাম। লঙ্কানদের ৫ ব্যাটারকে একাই ফিরিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাতে বিশ্ব রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি। তাইজুলের সুখের দিনে ব্যাট হাতে ব্যর্থতার পুরনো রোগে ভুগছে বাংলাদেশ।
লঙ্কানদের লিড সামাল দিতে গিয়ে ১১৫ রানেই ৬ উইকেট হারিয়েছে নাজমুল শান্তের দল। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে আরও ৯৬ রান করতে হবে। কিন্তু সেই রান করার জন্য মাঠে লিটন ছাড়া আর কোনো স্বীকৃত ব্যাটার নেই। সঙ্গীহীন লিটনের জন্য এই পথ পাড়ি দেওয়া যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না।
তাতে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি ইনিংস পরাজয়ের আশঙ্কায় বাংলাদেশ। ২০১৪ সালে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এছাড়া কলম্বোর সিংহলি স্পোটিং ক্লাবে খেলা তিন টেস্টের দুটিই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার আরও একটি ইনিংস হারের শঙ্কায় শান্তরা।
বাংলাদেশের তুলনায় ৪৩ রান এগিয়ে থেকে আজ ম্যাচের তৃতীয় দিন শুরু করেছে শ্রীলঙ্কা। দিনের প্রথম সেশনে ওভার প্রতি ৪-এর বেশি গড়ে রান তুলেছে জয়সুরিয়ার শিষ্যরা। তবে একই সময়ে হারিয়েছে ৪ উইকেট স্বাগতিকরা। আগের দিন সেঞ্চুরি করা নিশাঙ্কা আজ বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের ইনিংসে ১২ রান যোগ করে তাইজুলের বলে আউট হন তিনি।
পরের ওভারে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকেও ফেরান তাইজুল। সিরিজে উইকেটবঞ্চিত থাকা পেসার নাহিদ রানা এরপর তুলে নেন ‘নাইটওয়াচম্যান’ প্রবাত জয়াসুরিয়াকে। লাঞ্চের পাঁচ ওভার আগে কামিন্দু মেন্ডিসকে ফেরান নাঈম। লাঞ্চ থেকে ফিরেই অভিষিক্ত সোনাল দিনুশাকে বোল্ড করেন এই ডানহাতি স্পিনার।
শ্রীলঙ্কার টেল-এন্ডাররা দ্রুত ফিরে যাওয়ার পর একাই ইনিংস বড় করার দায়িত্ব নেন কুশল মেন্ডিস। তবে ৮৪ রানের মাথায় রান আউটের ফাঁদে কাটা পড়েন তিনি। মাত্র তিন বল পরেই লঙ্কানদের শেষ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। একইসাথে ক্যারিয়ারের ১৭তম এবং লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ফাইফারের দেখা পেয়েছেন তিনি।
বাংলাদেশ ২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। সিরিজের বাকি তিন ইনিংসের মতো এই দিনেও ব্যর্থ হয়েছে টাইগারদের টপ অর্ডার ব্যাটররা। ১৯ বলে ১৯ রান শুরুতেই বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। নিচু হয়ে আসা বলে ব্যাটের আলতো ছোঁয়ায় উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার সাদমান ইসলাম।
প্রথম ইনিংসে ৪৬ রান করা সাদমান দ্বিতীয় ইনিংসে করেছেন মোটে ১২ রান। তিনে নামা মুমিনুল হককে ক্যাচ আউটে পরিণত করেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। টানা দুই ইনিংসে একই ফাঁদে মুমিনুলকে শিকার করেন তিনি। টাইগার অধিনায়ক শান্তকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন ধনাঞ্জয়া ডি সিলভা।
চার উইকেট হারানোর পর মুশফিক-লিটন মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। মুশফিককে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করে ৩০ রানের এই জুটি ভাঙেন প্রবাত জয়সুরিয়া। এরপর নড়বড়ে মিরাজকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাব্যসাচী বোলার রত্নায়েকে। ফলে ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
নতুন সঙ্গী নিয়ে চতুর্থ দিন শুরু করবেন লিটন কুমার দাস। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে করতে হবে আরও ৯৬ রান, তবে পিচের অবস্থা ও বাকি ব্যাটারদের দক্ষতা বিবেচনায় এই লক্ষ্য ছোঁয়া কঠিনই হবে। দেখার বিষয়, চতুর্থ দিনে কোথায় গিয়ে থামে বাংলাদেশ।
এমআই