Advertisement
Us Bangla Airlines
৯৭৩ উইকেট শিকার করা ভারতের সাবেক স্পিনারের মৃত্যু

৯৭৩ উইকেট শিকার করা ভারতের সাবেক স্পিনারের মৃত্যু

খেলা ডেস্ক

২৪ জুন ২০২৫, ১৩:১৩

অস্ট্রেলিয়া দিয়ে জাতীয় দলের মিশন শুরু, পাকিস্তান দিয়ে শেষ। ৪৮ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৬ উইকেট শিকার করেছেন ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী। তবে লিস্ট এ ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে ৯৭৩ উইকেট তোলা এ ক্রিকেটার মৃত্যুবরণ করেছেন।

সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

১৯৭৯ সালে ভারতের টেস্ট দলের জার্সিতে অভিষেক হয় দোশীর। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া সেই ম্যাচসহ মোট ৩৩টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি স্পিনার। তাতে ১১৪টি উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটেও ১৫টি ম্যাচ খেলেছেন দিলীপ দোশী। সেখানেও ২২টি উইকেট শিকার করেছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বাংলা এবং সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৮৯৮টি উইকেট রয়েছে। এছাড়া লিস্ট এ ক্রিকেটে ৭৫টি উইকেটও শিকার করেছেন এই ক্রিকেটার।

৯৭৩ উইকেট শিকার করা এই স্পিনারের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা বোলার অনিল কুম্বলে লিখছেন, ‘দীলিপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর তার পরবিবার ও পরিজনদের শক্তি দিক।’

গত মাসে লন্ডনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উপস্থিত ছিলেন দোশী। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন তিনি। তাঁর ছেলে নয়নও রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়‍্যালসের হয়ে আইপিএল খেলেছেন।

এমআই