Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টি একাদশে কে ফিরলেন, কে বাদ পড়লেন?

টি-টোয়েন্টি একাদশে কে ফিরলেন, কে বাদ পড়লেন?

খেলা ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ২১:২৬

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৬ সদস্যের এই একাধিক চমক রেখেছে বিসিবি। কুড়ি ওভারের দলে আচমকা জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ১০৪৫ দিন পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ।

বিপিএল, এনসিএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন নাইম। তবুও পাকিস্তান সিরিজে জায়গা হয়নি তাঁর। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। নাইম দলে ফেরায় জায়গা হারিয়েছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

টাইগারদের সাবেক কাপ্তানের পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন পেসার নাহিদ রানা। এছাড়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম; ফাস্ট বোলার হাসান মাহমুদ ও খালেদ আহমেদও দল থেকে বাদ পড়েছেন। ইনজুরি থেকে সেরে উঠলেও দলে জায়গা পাননি সৌম্য সরকার।

এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তানভীরের জায়গায় ফিরেছেন নাসুম আহমেদ। ব্যাটিং সামর্থ্যে তানভীরের তুলনায় এগিয়ে থাকবেন নাসুম। অলরাউন্ডারের সংখ্যা বাড়াতে হঠাৎ জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

একাধিক চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

পাকিস্তান সিরিজে চোটে পড়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তিনিও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি একাদশে থাকছেন। তবে আমিরাত ও পাকিস্তান সিরিজের পর সহ-অধিনায়কের পদ থেকে বাদ পড়েছেন ডানহাতি স্পিনার শেখ মাহেদী।

একনজরে বাংলাদেশের একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

এমআই